বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৬তম দ্বি-বার্ষিক নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত থাকলেও ভোট যুদ্ধে শেষ পর্যন্ত পরাজিত হন চিত্রনায়িকা মৌসুমী। তার চেয়ে প্রায় দ্বিগুন ভোট বেশি পেয়ে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর।
সাধারণত নির্বাচনের পর প্রতিপক্ষ কিংবা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় পরাজিত প্রার্থীকে। কিন্তু শিল্পী সমিতির এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিংবা প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এবং কাউকেই দুশলেন না মৌসুমী। যা ফলাফল হয়েছে, সেটাই তিনি মেনে নিয়েছেন বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন। মৌসুমী বলেন, নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমি কোনো অভিযোগ করতে চাই না।
মিশা-জায়েদের পাশে থাকার অঙ্গীকার করে মৌসুমী বলেন, শিল্পী সমিতি যে সিদ্ধান্তগুলো নেবে সেগুলোর সঙ্গে একমত থাকব। শিল্পীর জন্য কাজ করলে আমি ওদের পাশে থাকবো। কিন্তু ব্যক্তিগত কাজের ক্ষেত্রে হাত বাড়াবো না। শিল্পীদের উন্নয়নে কিছু করে সেখানে অবশ্যই যাবো।
এদিকে গতকালের নির্বাচনের আগে মিশা সওদাগর সাংবাদিকদের সামনে মৌসুমীকে কথা দিয়েছিলেন, যদি সে বিজয়ী হয় তবে মৌসুমীকে সঙ্গে নিয়েই কাজ করবো। মৌসুমীকে বিশেষ কমিটিতে রেখে তাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে চলচ্চিত্র শিল্পী সমিতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


