বিনোদন ডেস্ক : পুরো নাম ইফফাত রশীদ মিশৌরি। তিনি মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার ছোট বোন। এরপর বেশ কয়েকটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছে মিশৌরিকে। শুধু তাই নয়, একটি নাটকেও অভিনয় করেছিলেন তিনি, তবে সেটি ছোটবেলার চরিত্রে। এরপর আর তাকে অভিনয়ে খুব একটা দেখা যায়নি।
নতুন খবর হলো, এখন অভিনয়ে নিয়মিত হচ্ছেন মিশৌরি। আজ গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিরোনামহীন’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এখানে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন।
অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে মিশৌরী বলেন, ‘বেশকিছু মোবাইল অপারেটরসহ অনেক পণ্যের বিজ্ঞাপনে কাজ করা হয়েছে। এরপর একটু বিরতি দিয়েছিলাম। নাটকে তেমন অভিনয় করা হয়নি, একটি নাটকে অভিনয় করেছিলাম। এখন থেকে নাটকে নিয়মিত কাজ করবো। শুরুটা পারিবারিকভাবে হলেও এখন নিজের ইচ্ছাতেই অভিনয় করছি।’
বড় বোন মিথিলা প্রসঙ্গে মিশৌরী বলেন, মিথিলা আপুর সাথে সবসময় কথা হয়। আমার কাজ দেখার পর যদি কোনো পরামর্শ থাকে তবে আমাকে বলে- এটা করা যেত বা এমন হতে পারত। আমার দ্বিধা থাকলে আমিও মিথিলা আপুর সঙ্গে শেয়ার করি।কলকাতার স্বনামধন্য পরিচালক দুলাভাই সৃজিত মুখার্জির সম্পর্কে মিথিলার ছোট বোন বলেন, আসলে আমি ওকে ‘সৃজিত’ বলেই ডাকি (হাসি)। দাদা, ভাই কিংবা দুলাভাই কিছুই বলে না!
মিশৌরী আরও বলেন, ও সবসময় মজার ঘটনা বলে। ও আমার জন্য ছেলে খুঁজছে। আমাকে বিয়ে দেবে। আমার বিয়েটা নাকি ওই দেবে। এই বিয়ে নিয়েই আমাদের মাঝে খুনসুটি চলতে থাকে।অভিনয়ের বাইরেও নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সহকারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন মিশৌরি। শিখেছেন নির্মাণের নানা খুঁটিনাটি বিষয়। সুযোগ পেলে সামনে নির্মাণে আসতে চান বলে জানান এই মডেল ও অভিনেত্রী।
মিশৌরি রশিদ বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন। আর এক সেমিস্টার পরই তার গ্রাজুয়েশন শেষ হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।