
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবিউল ইসলাম (ছাত্রদল কর্মী) নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মিষ্টি বিতরণকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষ বাধে। সংঘর্ষে রবিউল ইসলাম ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে রাখা আছে।
এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকার উত্তেজনা প্রশমনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া না পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ এবং হত্যাকাণ্ড ঘটেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



