Advertisement
বিনোদন ডেস্ক : নাটক ও চলচ্চিত্রের অভিনয়শিল্পী মিষ্টি মারিয়া। এরই মধ্যে কয়েকটি নাটক ও দুটি সিনেমায় অভিনয় করেছেন। এবার ‘বিয়ে বাণিজ্য’ নামে নাটকে অভিনয় করলেন তিনি। এতে আরো অভিনয় করেছেন—রাশেদ মামুন অপু ও নুরে আলম নয়ন। টিপু আলম মিলনের গল্পে এটি নির্মাণ করেছেন আকাশ রঞ্জন।
নাটকের গল্পে দেখা যাবে, মিষ্টি মারিয়া এক প্রতারকের ফাঁদে পড়ে তাকে বিয়ে করেন। বিয়ের পরই তার মুখোশ খুলে যায়। মারিয়াও কম যান না। তার মধ্যেও লোভ কাজ করে। এমনি এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ৬ পর্বের এ ধারাবাহিক নাটক।
সর্বশেষ আমীরুল ইসলাম পরিচালিত ‘আলোয় ভুবন ভরা’ ও শহীদুল আলম সাচ্চুর ‘ভালোবাসার উত্তাপ’ শিরোনামের সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন মিষ্টি। দুটি সিনেমাই প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



