মিস ইন্টারন্যাশনালের ন্যাশনাল কস্টিউম শোতে বাংলাদেশের প্রতিনিধি এফা পরেছেন দেশীয় ডিজাইনারদের নকশা করা কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্যে প্রাণিত পোশাক ‘আনন্দ তরঙ্গ’। মিস ইন্টারন্যাশনালে ৩ নভেম্বর ছিল ন্যাশনাল কস্টিউম শো। এই দিন নিজের দেশের সৌন্দর্য, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটে এমন পোশাক পরে থাকেন প্রতিযোগীরা।
ইতিমধ্যে সবার জানা মিস ইন্টারন্যাশনালে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ নুজহাত তাবাসসুম এফা। ন্যাশনাল কস্টিউম শোতে এফা পরেছেন কক্সবাজারের সমুদ্রের প্রেরণায় নকশা করা একটি পোশাক ‘আনন্দ তরঙ্গ’। এই পোশাকের নকশায় উঠে এসেছে পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্রসৈকত কক্সবাজরের অবারিত প্রকৃতি ও অপার সৌন্দর্য।
সমুদ্রের ঢেউয়ের চঞ্চলতা ও আনন্দ তুলে আনার চেষ্টা করা হয়েছে এই পোশাকের নকশায়। অন্যভাবে বলা যায় তরঙ্গমালার উচ্ছ্বাস ও সমুদ্রের শক্তিকে ফুটিয়ে তোলা হয়েছে এই পোশাকে। এর নাম দেওয়া হয়েছে ‘আনন্দ তরঙ্গ’। সমুদ্র উভরূপী। একদিকে শক্তিশালী, অন্যদিকে শান্ত, সমাহিত। প্রেরণা হয়েছে। এফার ন্যাশনাল কস্টিউম ‘আনন্দতরঙ্গ’–এর নকশায় ডিজাইনারদের সৃজন–অনুঘটক হয়েছে সমুদ্রের এই মোহময় সৌন্দর্য।
নরম সিল্ক ও টিস্যু কাপড়ে তৈরি হয়েছে এই পোশাক। অলংকরণে ব্যবহার করা হয়েছে পার্ল ও ঝিনুক। সমুদ্রে পাওয়া এই উপাদানগুলোই আমাদের সমুদ্র–সমৃদ্ধির জানান দেয়। এফা কানে পরেন পার্লের দুল আর মাথায় মুকুট। শামুকের খোলস, ঝিনুক ও পার্লেসজ্জিত মুকুটে তাঁকে লাগছে সমুদ্রসম্রাজ্ঞীর মতো।
মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতায় ন্যাশনাল কস্টিউম শোতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজ দেশের সংস্কৃতি ও সৌন্দর্যকে তুলে ধরার সুযোগ পেয়ে থাকেন। বৈশ্বিক মঞ্চে এই পোশাকের মধ্যে দিয়ে দেশের হেরিটেজ, ঐতিহ্য, সংস্কৃতি, সৃজননৈপুণ্য ও পেছনের গল্পগুলো তুলে ধরার একটি সুযোগ বলা যায়। ‘আনন্দ তরঙ্গ’ বস্তুত বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের উদ্যাপন। এফা ও ডিজাইনাররা সেটাই করেছেন। বৈশ্বিক মঞ্চে ‘আনন্দ তরঙ্গ’–এর মাধ্যমে বাংলাদেশের অপার ও নয়নাভিরাম সৌন্দর্যের উদ্যাপন হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।