জুমবাংলা ডেস্ক : আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আকলিমা আতিকা কনিকা। ২০২৫ সালের জন্য ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর লাইসেন্স পেয়েছেন দেশের ফ্যাশন অঙ্গনের অন্যতম পরিচিত মুখ আজরা মাহমুদ। একাধারে মডেল, কোরিওগ্রাফার, মেন্টর এবং ফ্যাশন শোয়ের পরিচালকও।

সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ এখন আর নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশের প্রতিযোগীরা আন্তর্জাতিক মঞ্চে বেশ ভালো পারফর্ম করছেন। এবার নতুন করে আলোচনায় এসেছেন আজরা মাহমুদ। যিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ এর লাইসেন্স পেয়েছেন। এর আগেও তিনি মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মিস সেলিব্রিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ফেস অব এশিয়া বাংলাদেশের দায়িত্বে ছিলেন।
এই বছর সময় ও আন্তর্জাতিক সময়সূচীর কারণে আলাদা কোনো প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। তাই এবার বিশেষ আয়োজনে না গিয়ে প্রতিনিধি মনোনয়ন প্রক্রিয়ায় আকলিমা আতিকা কনিকাকে বেছে নেওয়া হয়েছে। তিনি এর আগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪-এর প্রথম রানারআপ ছিলেন।
কনিকাকে বেছে নেওয়ার মূল কারণ হলো তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস। তিনি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ফেস অফ এশিয়া ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন। প্রশংসিত হয়েছিলেন তাঁর উপস্থাপনা ও আচরণের জন্য। এই অভিজ্ঞতাই তাঁকে আন্তর্জাতিক মঞ্চের জন্য আরও প্রস্তুত করে তুলেছে।
আজরা মাহমুদ বলেন, ‘আকলিমা শুধুই সুন্দরী নন। সে একজন দায়িত্বশীল, মেধাবী ও আত্মবিশ্বাসী নারী। তার মধ্যে রয়েছে উদ্দেশ্যবোধ ও দেশের প্রতি ভালোবাসা। আমরা বিশ্বাস করি, সে শিগগিরই বাংলাদেশের গর্ব হয়ে উঠবে।’
আজরা মাহমুদের প্রতিষ্ঠিত ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)’ ইতিমধ্যেই দেশে আন্তর্জাতিক মানের প্রস্তুতির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এখান থেকে উঠে আসছে এমন এক প্রজন্ম, যারা শুধু বাহ্যিক সৌন্দর্য নয়। বরং নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা ও আত্মউন্নয়নের দিকেও গুরুত্ব দেয়।
মিস ওয়ার্ল্ডের ৭২তম আসর অনুষ্ঠিত হবে ভারতের তেলেঙ্গানা রাজ্যে, চলতি মাসের শেষে। সেখানে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীরা। সেই মঞ্চেই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেখা যাবে আকলিমা আতিকা কনিকাকে।
আশা করা যায়, আকলিমা আন্তর্জাতিক মঞ্চে নিজেকে সফলভাবে তুলে ধরতে পারবেন। তাঁর সাফল্যের মাধ্যমে বাংলাদেশের নাম আরও একবার গর্বের সঙ্গে উচ্চারিত হবে বিশ্বের বড় মঞ্চে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।