
আন্তর্জাতিক ডেস্ক: মিসরের অ্যাসিয়ট নামক এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহতও হন। আজ বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
Advertisement
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মিসরের অ্যাসিয়ট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অ্যাসিয়টের গভর্নর এসাম সাদ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাকে আগুন ধরে যায়। আহতদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গভর্নরের কার্যালয়ের প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, পোড়া বাস ও ট্রাকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দুর্ঘটনার পরই ৩৬টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


