বিনোদন ডেস্ক : গত মাসেই মডেলিং নিয়ে প্রথম আন্তর্জাতিক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের মডেল ইমাম মাহমুদ রিফাত। এবার এই তরুণ মডেল দিলেন আরও বড় সুখবর। ‘মিস্টার ইউনিভার্স ২০২৪’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি। এবার ‘মিস্টার ইউনিভার্স’-এর আসর বসছে ভারতের লখনৌতে। চলতি আগস্টের ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে বিশ্বের ২০টি দেশের ২০জন প্রতিযোগীকে নিয়ে। তারমধ্যে রিফাত একজন।
এই মডেল বলেন, ‘যে কোন আর্টিস্টই চায় তার দেশকে বিশ্বের দরবারে সম্মানের সঙ্গে তুলে ধরতে। সেই সুযোগটি যদি মিস্টার ইউনিভার্সের মতো মঞ্চে হয় তাহলে আনন্দ এবং গর্ব দ্বিগুণ হয়ে যায়। আমার সবচেয়ে ভালো লাগছে যে, প্রথমবারের মতো বাংলাদেশ মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আর প্রথমবারেই আমি দেশের পতাকা বহন করার সুযোগ পেয়েছি।’
রিফাত আরও বলেন, ‘একেবারেই নিজের উদ্যোগে মিস্টার ইউনিভার্সের জন্য রেজিস্ট্রেশন করি। তারা আমার কাছে নানা ধরনের তথ্য উপাত্ত চেয়ে নেয়। প্রথমে তারা ছবি এবং পোর্টফোলিওর ওপর ভিত্তি করে বাছাই করে টপ ২০ নির্বাচন করেছেন। সেই টপ ২০ প্রতিযোগী নিয়েই ৫ দিনব্যাপী প্রতিযোগিতা হবে। চেষ্টা করবো সর্বোচ্চ সততা ও পরিশ্রম দিয়ে আমার দেশের মুখ উজ্জ্বল করতে।’
ট্রান্সফর্মেশন নাইট’স আয়োজিত ‘মিস্টার ইউনিভার্স ২০২৪’-এ বাংলাদেশের রিফাত প্রতিযোগিতা করবেন আমেরিকা, অস্ট্রেলিয়া, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালেশিয়া, থাইল্যান্ড, ভারত, নেপাল, ভিয়েতনাম, হংকং, আফগানিস্তান, ইথিওপিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া, কাতার, সিরিয়া, সাউথ আফ্রিকা ও নাইজেরিয়ার প্রতিনিধির সঙ্গে।
প্রসঙ্গত, রিফাত গত মাসে অনুষ্ঠিত ভারতের সম্মানজনক ‘মুম্বাই ফ্যাশন উইক’ এবং ‘ল্যাকমে একাডেমি সল্ট লেক প্রেজেন্টস ফ্যাশনোভা সিজন ৫’-এ অংশগ্রহণ করেছেন। এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথেও একাধিক কাজ করার দুর্দান্ত সুযোগ পেয়েছেন। রিফাতের মিডিয়া যাত্রা শুরু হয় ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক ২০২২’-এ বিজয়ের মধ্য দিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।