আন্তর্জাতিক ডেস্ক : প্রচলিত রয়েছে, ‘রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল।’ তেমনি এক ঘটনা ঘটেছে মিয়ানমারে। একদিকে চলছে সামরিক অভ্যুত্থান অপর দিকে নেচে চলেছেন এক নারী। তাও দেশটির পার্লামেন্ট ভবনের সামনে। তবে, আশ্চর্যের বিষয় তিনি জানতেনই না যে তার দেশে সামরিক অভ্যুত্থান ঘটে চলেছে।
মিয়ানমারের নাগরিক অ্যারোবিকস শিক্ষক মিস খিন সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে তার ফেসবুক আইডিতে একটি ভিডিওটি পোস্ট করেন। আর সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, সামনে আর পেছনে হাত ছুঁড়ে, ক্যামেরার সামনে নেচে চলেছিলেন মিয়ানমারের ফিটনেস প্রশিক্ষক খিন নিন ওয়াই। তবে সাধারণ এসব শরীর চর্চা দেশটির বিশেষ একটি দিনেই করছিলেন তিনি। প্রথম দেখায় ভিডিওটিকে একটি সাধারণ নাচের শরীর চর্চার ভিডিওর মতোই মনে হয়। কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখা যায় যে, সশস্ত্র একটি গাড়ি বহর এগিয়ে চলেছে যা আসলে সাধারণ নয়।
সে সময় মিয়ানমারের সামরিক বাহিনী একটি সেনা অভ্যুত্থান প্রক্রিয়ার মধ্যে ছিল, অং সান সু চিসহ গণতান্ত্রিকভাবে নির্বাচিত তার দলের অন্য নেতাদের গ্রেফতার করছিল। এর পরে সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় এবং দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করে।
আর এর মধ্যেই মিস খিন গানের সুরে তার কোমর ঘুরিয়ে নেচে চলছিলেন। তিনি আসলে বুঝতেই পারেননি যে তার চারপাশে কী ঘটে চলেছে! মিয়ানমারের রাজধানী নাইপিদো পার্লামেন্ট কমপ্লেক্সের দিকে যাওয়া প্রধান সড়কের মোড়ে ভিডিওটি ধারণ করেন তিনি।
তার সে নাচের ভিডিওটি পোস্টটি দেয়ার পর পরই সেটি ভাইরাল হয়ে যায়। অনেকেই মিস খিনের নাচ এবং সামরিক বাহিনীর ক্ষমতা দখলের মধ্যে যে বিপরীত চিত্র অঙ্কিত হয়েছে ভিডিওটিতে সেটি নিয়েও কমেন্ট করেছেন।
মিস খিন বিবিসিকে জানিয়েছেন যে এটি আসল ভিডিও। তিনি সামরিক অভ্যুত্থান সম্পর্কে কিছুই জানতেন না। গত ১১ মাস ধরে একই স্থানে তিনি নাচের ভিডিও তৈরির করে আসছেন।
এই দাবি প্রমাণ করার জন্য একই স্থানে এর আগে নাচের আরো কিছু ভিডিও প্রকাশ করেন তিনি। মিয়ানমারের সামরিক বাহিনীর সমর্থকদের সমালোচনা থেকে বাঁচতে তিনি ফেসবুকে তার বক্তব্য তুলে ধরেছেন।
মিস খিন লিখেছেন, কোন প্রতিষ্ঠানকে উপহাস করার জন্য বা নির্বোধের মতো আমি নাচ করিনি। একটি ফিটনেস ডান্স প্রতিযোগিতায় অংশ নিতে নাচছিলাম আমি। নাইপিদোতে যেহেতু এ ধরণের গাড়িবহর নতুন কিছু নয়, তাই আমি ভেবেছিলাম যে সেটি সাধারণ কোন গাড়িবহরই হবে আর এ জন্যই নাচ বন্ধ করিনি আমি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।