আবু হাসান শেখ, কিশোরগঞ্জ (নীলফামারী): ‘মুই পাকা ঘরত থাকিম জীবনে ভাবো নাই। প্রধানমন্ত্রী মোক পাকা ঘর করি দেয়ছে শুনি খুশি হছু। আল্লাহ প্রধানমন্ত্রীর ভালো করুক।’
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উচ্চা সন্ন্যাসীপাড়ার সালাম মিস্ত্রির স্ত্রী কাফিরোন সরকার থেকে পাকা ঘর পেয়ে জেলা প্রশাসকের কাছে এভাবে তার অভিমত ব্যক্ত করেন।
নীলফামারীর জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান আজ (২৯ ডিসেম্বর) বিকালে উচ্চা সন্ন্যাসীপাড়া গ্রামে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কিশোরগঞ্জ উপজেলার ১৪০ জন গৃহহীন পাচ্ছে পাকা ঘর। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ১ লক্ষ ৭১ হাজার টাকা করে। জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী ঘুরে ঘুরে ঘরগুলোর নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর নির্মাণ কাজে কোনও অনিয়ম মেনে নেয়া হবে না। গোটা জেলায় আমরা ঘর নির্মাণ কাজ মনিটরিং করছি। কাজের গুণগতমান নিশ্চিত করার চেষ্টা করছি।’
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, শাপলা বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ মজিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল হাসনাত সরকার এবং বাহাগিলী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ্।
পরে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের নতুন বাসভবন নিমার্ণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।