আন্তর্জাতিক ডেস্ক : সৌদি কর্তৃপক্ষ রাজকুমারী বাসমা বিনতে সৌদ ও তার মেয়ে সুহৌদ বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে। এএফপির খবরে বলা হয়েছে, প্রায় তিন বছর যাবত এই রাজকুমারীকে কোনো অভিযোগ ছাড়াই সৌদি রাজ কর্তৃপক্ষ বন্দি করে রেখেছিল।
৫৭ বছর বয়সী বাসমা বিনতে সৌদ সৌদি রাজ পরিবারের সদস্য। তিনি নারী অধিকারের প্রবক্তা এবং সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক হিসেবে পরিচিতি।
২০১৯ সালের মার্চে সুইজারল্যান্ডে চিকিৎসা করাতে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছিল।
২০২০ সালের এপ্রিলে তিনি কিং সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কারামুক্তির আবেদন জানান।
খবরে বলা হয়েছে, বাদশা সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্বাস্থ্যগত দিক বিবেচনায় রাজকুমারী বাসমা বিনতে সৌদকে মুক্তি দিয়েছেন।
মানবাধিকার সংগঠন এএলকিউএসটি বলেছে, বাসমাকে কারাগারে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। এ কারণে তার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে।
তবে বাসমা বিনতে সৌদের শরীরের প্রকৃত অবস্থা জানা যায়নি।
এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।