জুমবাংলা ডেস্ক : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন পাবনার বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক এমপি ও প্রখ্যাত শ্রমিক নেতা ও মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান। শনিবার (১ ফেব্রুয়ারি) দুই দফা জানাজা শেষে তাকে পাবনা সদরের আরিফপুর কবরস্থানে দাফন করা হয়।
শনিবার দুপুর ২টায় পাবনা পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত মরহুমের দ্বিতীয় জানাজায় অংশ নিতে ঢল নামে সর্বস্তরের মানুষের। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, ওয়াজি উদ্দিন খান শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না। তিনি ছিলেন সর্বদলীয় ও সর্বস্তরের মানুষের নেতা। শুধু নেতা নয়, একজন আদর্শ মানুষ ছিলেন তিনি। যে আদর্শ ও সততা দিয়ে তিনি জয় করেছিলেন পাবনার আপামর মানুষের হৃদয়। তিনি আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। ওয়াজি উদ্দিন খান দুনিয়া থেকে চিরতরে চলে গেলেও তার আদর্শ বর্তমান প্রজন্মের কাছে রেখে গেছেন। সেই আদর্শ ধরে রাখতে হবে।
বক্তব্য দেন পাবনা সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের এমপি শামসুল হক টুকু, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
এর আগে দুপুর ১২টার পরে মরদেহ রাখা হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে। সেখানে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পাবনা চেম্বার অব কমার্স, জেলা মোটর মালিক সমিতি, জেলা মোটর শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান তার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানায়।
এদিকে শনিবার সকাল আটটায় মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খানকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করে জেলা পুলিশের একটি চৌকষ দল। পরে বেলা ১১টায় মরদেহ নেয়া হয় চাটমোহর বালুচর খেলার মাঠে। সেখানে মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলার দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তারপর সেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।