Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home মুক্তিযোদ্ধা শাহাবুর, ভাতা পান মাহাবুর
    জাতীয়

    মুক্তিযোদ্ধা শাহাবুর, ভাতা পান মাহাবুর

    Zoombangla News DeskJune 22, 20213 Mins Read
    Advertisement

    প্রকৃত মুক্তিযোদ্ধা শাহাবুর রহমান। কিন্তু নামের বানান ‘শ’ এর স্থলে ভুলে ‘ম’ হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে ভাতা ভোগ করছে শাহাবুর রহমানের আপন বড়ভাই মাহাবুর রহমানের পরিবার। এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে। তবে দুই ভাইয়ের কেউ-ই জীবিত নেই।

    শাহাবুর দেশের জন্য জীবনবাজি রেখে একাত্তরে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করলেও স্ত্রী ও সন্তানরা দ্বারে দ্বারে ঘুরছেন স্বীকৃতির দাবিতে। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    জানা গেছে, উপজেলার পাথরঘাটা গ্রামের শাহাবুর রহমান ১৯৬৯ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর চাকরিতে যোগদান করেন। ১৯৭১ সালে পাকিস্তানের করাচি থেকে পূর্বপাকিস্তানে ছুটিতে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধ শেষে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি।

    ১৯৭৪ সালে সেনাবাহিনী থেকে চাকরি ছেড়ে পালিয়ে আসেন। সেনা মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য ১৯৯৯ সালে ঘাটাইল সেনানিবাস থেকে তাকে পরপর তিনটি চিঠি পাঠানো হয়। এরই মধ্যে তার নাম সেনাবাহিনী উল্লেখ করে লাল মুক্তিবার্তার তালিকায় অন্তর্ভুক্ত হয়। যার গেজেট নম্বর ৩২৩৯, মুক্তিবার্তা লাল বই নম্বর ০১০৯০৪০৭৭৬, সনদ নম্বর ম-১৭৯৬২২।

    কিন্তু মুক্তিবার্তায় শাহাবুর রহমানের স্থলে একটি আক্ষরিক ভুলে মাহাবুর রহমান লেখা হয়। এ সুযোগকে কাজে লাগিয়ে শাহাবুরের বড়ভাই শেখ মাহাবুবুর রহমান ২০১০ সালে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন। এ অবস্থায় গেজেট সংশোধনের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে দুই দফা আবেদন করেন শাহাবুর রহমান।

    আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালে মন্ত্রণালয় থেকে তদন্তের নির্দেশ দেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। ওই তদন্ত প্রতিবেদনের আলোকে গেজেট সংশোধন হয়ে মাহাবুর রহমানের স্থানে শাহাবুর লিপিবদ্ধ হয়ে গেজেট প্রকাশিত হয়।

    পরবর্তীতে ২০১৭ সালে মুক্তিযোদ্ধা যাচাই-বাছায়ের সময় তৎকালীন ইউনিয়ন কমান্ডার মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। ঘুষ না দেওয়ায় শাহাবুর রহমানের পরিবর্তে মাহাবুর রহমানের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন।

    এরপর থেকে শেখ মাহাবুর রহমানের নামে ভাতা চালু হলেও শাহাবুরের ভাতা বন্ধ হয়ে যায়। পুনরায় শাহাবুর রহমানের ছেলে নাহিদুল ইসলাম বাদী হয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়ানী ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) উভয়পক্ষের উপস্থিতিতে সাক্ষীগণের সাক্ষ্য ও সরেজমিন তদন্তপূর্বক শাহাবুর রহমানের স্বপক্ষে প্রতিবেদন দাখিল করেন।

    এদিকে মাহাবুর রহমানের মুক্তিবার্তা লাল বইয়ে শেখ মাহাবুর রহমান সেনাবাহিনী লেখা। কিন্তু তিনি কখনই সেনাবাহিনীতে চাকরি করেননি। তিনি যুদ্ধকালীন পুলিশ বাহিনীতে চাকরিরত ছিলেন। মাহাবুর রহমানের ৩৫ বছর চাকরি জীবনে তিনি কখনো নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেননি। তার সার্ভিস বুকে কোথাও লেখা নেই তিনি যুদ্ধ করেছেন।

    এছাড়া তার জাতীয় পরিচয়পত্র ও পুলিশে তার নাম শেখ মো. মাহাবুবুর রহমান লেখা রয়েছে। কিন্তু তিনি শেখ মাহবুর রহমান (সেনাবাহিনী) নামে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন। যুদ্ধ না করেও তার নামে কীভাবে মুক্তিযোদ্ধা ভাতা হয়? এমনটাই প্রশ্ন এলাকার সাধারণ মানুষের।

    যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মিয়া বলেন, শাহাবুর রহমান ১৯৭১ সালে ফুকরা এলাকায় আমার অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমি তার যুদ্ধাকালীন কমান্ডার ছিলাম।

    মাহাবুবুর রহমানের স্ত্রী রেবেকা মাহাবুব বলেন, আমার স্বামী পুলিশে চাকরি করতেন। তবে আমার স্বামীর নাম মুক্তিবার্তায় সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে।

    কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় বলেন, এমন ঘটনা ঘটে থাকলে তা খুবই দুঃখজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    মির্জা ফখরুল

    পিআর আমি নিজেই বুঝি না, জনগণ কী বুঝবে: মির্জা ফখরুল

    October 16, 2025
    শেখ হাসিনা

    আজ শেষ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন

    October 16, 2025
    ভিসা ছাড়াই ভ্রমণ

    বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন ৩৮টি দেশে

    October 16, 2025
    সর্বশেষ খবর
    মির্জা ফখরুল

    পিআর আমি নিজেই বুঝি না, জনগণ কী বুঝবে: মির্জা ফখরুল

    শেখ হাসিনা

    আজ শেষ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন

    ভিসা ছাড়াই ভ্রমণ

    বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন ৩৮টি দেশে

    মুহাম্মদ ইউনূস

    নির্বাচন আয়োজন ও জুলাই সনদ বিচ্ছিন্ন কিছু না: প্রধান উপদেষ্টা

    শিক্ষকদের টানা আন্দোলন

    ২০% বাড়িভাড়ার দাবিতে শিক্ষকদের টানা আন্দোলন, আজ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চের ঘোষণা

    বাংলাদেশি ফিরছেন

    লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশি ফিরছেন ২৩ অক্টোবর বিশেষ ফ্লাইটে

    মানবাধিকার

    বাংলাদেশে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন আর যেন না ঘটে: ভলকার টুর্ক

    পিটিয়ে হত্যা

    ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

    অর্থ উপদেষ্টা

    আইএমএফ কঠোর শর্ত দিলে বিকল্প পথ নেবে সরকার : অর্থ উপদেষ্টা

    ফলাফল প্রকাশ

    এইচএসসির পরীক্ষার ফলাফল প্রকাশ আজ, অপেক্ষায় সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.