মুক্তির ২৫ বছর পর থ্রিডিতে দুনিয়া কাঁপানো টাইটানিক

টাইটানিক

মুক্তির ২৫ বছর পর থ্রিডিতে দুনিয়া কাঁপানো টাইটানিক

বিনোদন ডেস্ক: একের পর এক রেকর্ড ভাঙছে দ্য ওয়ে অব ওয়াটার। সে জোয়ার শেষ না হতেই থিয়েটারে টাইটানিক ফিরিয়ে আনছেন জেমস ক্যামেরন। এ বছর ২৫ পূর্তি হচ্ছে টাইটানিকের।
টাইটানিক
সময়ের হিসাবে নানা দিক থেকে এগিয়ে থাকা টাইটানিকের দুর্দান্ত ভিজ্যুয়াল দেখানোর জন্য এবার সিনেমাটিকে ত্রিমাত্রিকে নিয়ে গেছেন ক্যামেরন। ১১টি একাডেমি অ্যাওয়ার্ড পাওয়া এ সিনেমা আজও দর্শকপ্রিয়।

ফোরকে ভার্সনে থ্রিডিতে আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

কানাডায় মোশাররফ করিমের ‘বাড়ির সন্ধান’! গড়ে তোলা হয়েছে সেকেন্ড হোম