জুমবাংলা ডেস্ক : ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর দুই-একদিনের মধ্যেই যুবলীগ নেতা সম্রাট ঢাকা থেকে আত্মগোপন করেছিলেন বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
আজ রবিবার দুপুরে র্যাবের হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বেনজীর আহমেদ বলেন, আমরা ক্যাসিনো বন্ধ করেছি। যারা ক্যাসিনোর সাথে সরাসরি জড়িত রয়েছে আমরা এখন তাদেরকে ধরছি। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে র্যাব ডিজি বলেন, পালানোর জন্য তিনি এমন কৌশল অবলম্বন করেছেন যাতে তাকে সহজে খুঁজে না পাওয়া যায়। ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্রাট জড়িত বলেও জানান তিনি।
এর আগে আজ রবিবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহসভাপতি আরমানকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে নিয়ে তার কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকেছেন র্যাব সদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।