আন্তর্জাতিক ডেস্ক : মাস্ক নেই, রাস্তায় বেরোলে পুলিশ ধরবে। পুলিশের থেকে বাঁচতে তাই কলাপাতা দিয়ে মাস্ক বানালেন এক ব্যক্তি। কাণ্ড দেখে পুলিশ নিজেই অবাক হলেন!
পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবন তলার ওই ব্যক্তি সাইকেল নিয়ে বেরিয়েছিলেন বাজার করতে। শুনলেন বাজারে পুলিশ আছে, মাস্ক না থাকলে শাস্তি দেওয়া হচ্ছে। তাই রাস্তার পাশে একটি কলা গাছ থেকে এক টুকরো পাতা ছিঁড়ে নিয়ে সুতো দিয়ে লাগিয়ে দেন নিজের নাকে-মুখে। যা দেখে হতবাক জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ। কলাপাতা পরা মাস্ক এর ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ঘটনাটি ঘটেছে জীবনতলা বাজার এলাকায়।
জেলায় বাড়ছে ক রো না। বিধিনিষেধ নিয়ে তাই অত্যন্ত সক্রিয় পুলিশ। মুখে মাস্ক না দেখলে চলছে ধরপাকড়। এ দিন সকাল থেকে ক রো না প্রতিরোধে সক্রিয় ছিলেন জীবনতলা থানার পুলিশ। থানা এলাকার বিভিন্ন মোড়ে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং, মাস্ক প্রদান এমনকি পুলিশের বিধিনিষেধ উপেক্ষা করায় বেপরোয়াদের গ্রেফতার করে জীবনতলা থানার আধিকারিকরা।
জীবনতলা-ধুড়ি রাস্তার ওপর তখন পুলিশি ধরপাকড় চলছে। উপস্থিত রয়েছেন স্বয়ং জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ। হঠাৎ কলাপাতায় মুখ ঢেকে সাইকেল নিয়ে সেই রাস্তায় দেখা গেলো এক ব্যক্তিকে। তাকে দেখে প্রথমে তো বাকরুদ্ধ পুলিশ।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তার নাম নাসিম শেখ। বাবার নাম খয়রুল শেখ। বাড়ি জীবনতলা থানা এলাকারই মেহেরগড়ে। কাজে রাস্তায় বেরিয়েছিলেন। তবে মাস্ক মুখে দিতে ভুলে গিয়েছিলেন। এদিকে সামনে পুলিশি ধরপাকড় দেখে কী দিয়ে মুখ ঢাকবেন চিন্তা করতে থাকেন। তড়িঘড়ি রাস্তার পাশে কলাগাছ থেকে পাতা কেটে তাই দিয়ে মুখ ঢাকেন। সেটা পরে পুলিশের চোখ এড়িয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ধরা পড়লেন।
পুলিশ তার কাছে জানতে চাইলে নাসিম সেখ জানান, আশেপাশে কোনও মাস্কের দোকান নেই। পুলিশের ভয়েই তিনি কলাপাতার মাস্ক বানিয়ে পরে নিয়েছেন। যদিও এ যুক্তি ধোপে টেকেনি। পুলিশ তাকে আটক করে। পরে অবশ্য বেল বন্ডে সই করিয়ে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।