বিনোদন ডেস্ক : চলতি বছরের কোরবানির ঈদে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ ছবি দু’টি দারুণ ব্যবসা সফলতা পায়। ধারণা করা হচ্ছিল এরপর যে ছবিগুলো মুক্তি পাবে সেগুলোও দর্শকপ্রিয়তায় থাকবে। বিশেষ করে ঈদের পর সবচেয়ে বড় দুই বাজেটের ছবি ‘এমআর-৯’ ও ‘অন্তর্জাল’ নিয়ে অন্যরকম আশাবাদ ছিল চলচ্চিত্র সংশ্লিষ্টদের। কিন্তু ৮৩ কোটি টাকার সিনেমা ‘এমআর-৯’ মুক্তি পাওয়ার পর মুখ থুবড়ে পড়ে।
দেশের জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিটি পরিচালনা করেছেন আসিফ আকবর। দেশের এবিএম সুমন, জেসিকা, আলিশাসহ হলিউডের বেশ ক’জন শিল্পীও এখানে অভিনয় করেন। ছবিটি নিয়ে অনেক আগে থেকেই কৌতূহলও তৈরি হয়েছিল। কিন্তু ছবিটি মুক্তির পর দর্শকদের পছন্দের তালিকায় ঠাঁই করতে পারেনি। কিছুদিন আগেই মুক্তিপ্রাপ্ত বছরের আরেক অন্যতম বড় বাজেটের তারকাবহুল সিনেমা ‘অন্তর্জাল’ও সুবিধা করতে পারেনি। সিনেপ্লেক্স ও সিঙ্গেল হলগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে ছবিটি দর্শক টানতে পারেনি।
এর অন্য একটি কারণ হিসেবে অবশ্য শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা ‘জাওয়ান’কে দায়ী করছেন অনেকে। কারণ ‘জাওয়ান’ দেশে মুক্তির বেশ পরে ‘অন্তর্জাল’ মুক্তি পেলেও শাহরুখের ছবিটি ঘিরেই দর্শকদের উন্মাদনা দেখা গেছে। তাছাড়া ছবিটি নতুন বিষয় নিয়ে তৈরি হওয়ার ফলেও দর্শক খুব একটা নিতে পারেনি। দীপঙ্কর দীপন পরিচালিত এ ছবিতে সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমনরা অভিনয় করেছেন।
সব মিলিয়ে এ বড় বাজেটের দু’টি ছবির ব্যর্থতা চলচ্চিত্রের জন্য একটি অশনি সংকেত হিসেবেই দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আবার অনেকেই মনে করছেন, শুধু দুই ঈদে ছবি মুক্তি দিলেই ব্যবসা করা সম্ভব। বছরের বাকি সময়টা খুব একটা দর্শক টানতে পারছে না দেশীয় সিনেমা। ঠিক একই সুরে কথা বলছেন হল মালিকরাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।