জুমবাংলা ডেস্ক : মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ডহরী খালের মুখে শুক্রবার (১৬ জুলাই) বালুর জাহাজের ধাক্কায় ৩১ গরু ভর্তি ট্রলার ডুবে গেছে।
এই সময় তিন জন গরুর ব্যাপারী আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের সহযোগিতায় ২৪টি গরু জীবিত উদ্ধার করা হয়। আর একটি গরুর মৃতদেহ ভেসে ওঠে। তবে আরও ছয় গরু নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে ট্রলারের সাথেই বাঁধা অবস্থায় রয়েছে ছয় গরু।
পদ্মা নদীর সংযোগ এই খালের মুখে অথৈ পানি আর প্রবল স্রোতের ট্রলারটি শনাক্ত করা যায়নি। পুলিশ বালুর জাহাজ এবং জাহাজের তিন স্টাফকে আটক করেছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, সিরাজগঞ্জ থেকে গরুগুলো নারায়ণগঞ্জ হাটে নেয়া হচ্ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


