স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে অবিস্মরণীয় টেস্ট জয়ের পর আনন্দ উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ দল। সেই আনন্দের ঢেউ লাগছে বাংলাদেশের আনাচে-কানাচেও। ক্রিকেট বোর্ডে উৎসবের আমেজ। স্মরণীয় জয়ের পর মুমিনুলদের বাড়তি পুরস্কারের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বুধবার (৫ জানুয়ারি) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট অপারেশন্স বিভাগের নতুন চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমাদের মাননীয় সভাপতি সাহেব ক্রিকেটারদের সাথে কথা বলেছেন, টিম ম্যানেজম্যান্টের সাথে কথা বলেছেন, সবাই বোনাস চাচ্ছিল। বোনাস তো থাকবেই, উইনিং বোনাস তারা পাবে।’
বাড়তি পুরস্কারের ব্যাপারে তিনি বলেন, ‘দিস ইজ ন্যাচারাল, খেললে স্বাভাবিকভাবে তারা উইনিং বোনাস পাবে। টেস্ট ম্যাচে বোনাস থাকবে। অতিরিক্ত কোনো বোনাস থাকবে কী না সেটা আমরা সিরিজটা শেষে আলাপ-আলোচনা করব।’
মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে। তাও প্রায় এক দিন হাতে রেখে। নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথম ক্রিকেটের যেকোন ফরম্যাটে জিতল বাংলাদেশ। টেস্টে ঘরে ও বাইরে প্রথম। আগামী রোববার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানেও ভালো করতে মুখিয়ে আছে মুমিনুল ব্রিগেড।
নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন রাষ্ট্রপতির
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।