মুরগি খেতে এসে ধরা পড়ল বিরল প্রজাতির এই গন্ধগোকুল

মুরগি খেতে এসে ধরা পড়ল বিরল প্রজাতির এই গন্ধগোকুল

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থানীয় লোকজনের কাছে বন্দি একটি বিরল প্রজাতির গন্ধগোকুলকে উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (৪ জুন) সন্ধ্যার দিকে পৌর শহরের চর হোসেনপুরের শিমুলতলী এলাকা থেকে গন্ধগোকুল উদ্ধার করা হয়।

মুরগি খেতে এসে ধরা পড়ল বিরল প্রজাতির এই গন্ধগোকুল
ছবি সংগৃহীত

ঈশ্বরগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুপুরের দিকে শিমুলতলী এলাকায় প্রিন্স, সাগর, তুষান, বাপ্পি, সিয়ামসহ কয়েকজন কিশোর একসঙ্গে খেলাধুলা করছিল।

এ সময় হঠাৎ গন্ধগোকুলটি খাওয়ার জন্য একটি মুরগি ধরার চেষ্টা করছিল। পরে ওই কিশোররা গন্ধগোকুল দেখতে পেরে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে প্রাণীটি আটক করে।

তিনি আরো বলেন, গন্ধগোকুল আটক করে স্থানীয়রা বিভাগীয় বন বিভাগকে জানায়। পরে সেখান থেকে বিষয়টি আমাকে জানালে, আমি ঘটনাস্থলে গিয়ে প্রাণীটি উদ্ধার করি। গন্ধগোকুল ফল খেকো হলেও কীটপতঙ্গ, শামুক, ডিম, মুরগির বাচ্চা, পাখি, ছোট প্রাণী, তাল, খেঁজুরের রস খায়। খাবার সংগ্রহ করতে এসেই কিশোরদের হাতে ধরা পরে প্রাণীটি। বর্তমানে প্রাণীটি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে রয়েছে।

সঞ্চয়পত্রে নতুন নিয়মে বিনিয়োগ, কমলো মুনাফা