স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের সব ক্রিকেটার পাকিস্তান সফরে গেলেও নিরাপত্তা ইস্যুতে পারিবারিক কারণ দেখিয়ে যাননি মুশফিকুর রহিম। তার এমন সিদ্ধান্তে হতাশ ক্রিকেট ধারাভাষ্যকার ও পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা।
পাকিস্তান সফরে যাওয়া বাংলাদেশের এক সাংবাদিকের সঙ্গে আলাপে রমিজ রাজা বলেন, বাংলাদেশ দল পাকিস্তান সফরে এলো। অথচ শুধু একজন (মুশফিক) আসছে না, শুধু নিরাপত্তার কারণে। এটা ভালো দেখায় না। ভালো শোনায় না। তার সতীর্থরা এখানে এসেছে, সবাই পাকিস্তানের নিরাপত্তার ওপর আস্থা রাখছে। শুধু একজন অন্য পথে হাঁটছে। এটা হতাশার।
ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া পাকিস্তানের সাবেক এ তারকা ক্রিকেটার আরও বলেন, তবে এটাও বুঝতে হবে এটি একজনের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু দলের কথা চিন্তা করুন। তাদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানকে ছাড়া খেলতে এসেছে।তাছাড়া নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান তো আগে থেকেই নেই।
পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি টেস্টে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত ২৩৩ রানে অলআউট হয়।
বাংলাদেশ দলের ব্যাটিং দেখে হতাশা প্রকাশ করে রজিম রাজা বলেন, ওপেনাররা হচ্ছেন কোনো দলের প্রাণ। সব দলই তাকিয়ে থাকে তাদের দিকে। তাদের অনুসরণ করে সতীর্থ ব্যাটসম্যানরা। বাংলাদেশের ওপেনাররা সেটি করতে পারেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।