স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের ফর্ম নিয়ে আছে বেশ আলোচনা-সমালোচনার। আজকেই গোলাপি রঙয়ের বলে ছন্নছাড়া ছিলো বাংলাদেশের ব্যাটিং। আর এমন ব্যাটিংকে ধুয়ে দিলেন দেব চৌধুরী নিজেই।
এই ব্যাপারে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেইখানে লিখেন ,’ ভালমানের পেইস আক্রমণ মোকাবেলা করার মতো সামর্থ্য বা টেকনিক বাংলাদেশের ব্যাটসম্যানদের আছে কি? এই প্রশ্নের সহজ উত্তর দেয়া বেশ কঠিন। টেকনিক ভাল না হলে মুশফিক-রিয়াদ এক দশক আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে পারতেন বলে মনে হয় না। আবার পারফর্ম্যান্স দিয়ে নিজেরাই প্রশ্নবোধক তৈরী করেছেন। আমার মনে হয়, বেসিক টেকনিক মোটামুটি ঠিকই আছে, মানে যতটুকু থাকা দরকার, সেটা আছে। সেই টেকনিক খেলার সময় কতোটা কাজে লাগানো হচ্ছে সেটাই প্রশ্ন।
স্টিভেন স্মিথের কথাই ধরা যাক। তার ব্যাটিং দেখে যে কেউ টেকনিক নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। পেইসারদের বিপক্ষে প্রায় প্রতি বলেই মনে হয়, এই বুঝি এলবিডব্লিউ হলেন। অথচ খুব কম বলই তার পায়ে লাগে। স্মিথের ব্যাটিং যে ক্রিকেটীয় ব্যাকরণ অনুযায়ী বেশ অসুন্দর, সেটাও প্রায় সবাই মানে। কিন্তু কাজের বেলায় ওই অসুন্দর টেকনিকের দৃষ্টিকটু ব্যাটিং স্টাইলই “ভয়ংকর সুন্দর”।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


