মুশফিককে নিয়ে কী বললেন দিনেশ কার্তিক ?

মুশফিককে নিয়ে কী বললেন দিনেশ কার্তিক ?

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। এমন অর্জনের দিনে মুশফিককে প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক।

মুশফিককে নিয়ে কী বললেন দিনেশ কার্তিক ?
ফাইল ছবি

৫ হাজার থেকে ১৫ রান দূরে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেন মুশফিক। মাইলফলকের সামনে থাকলেও খানিকটা ধীরগতিতেই ব্যাটিং করেছেন ডানহাতি এই ব্যাটার। আসিথা ফার্নান্দোর বলে দুই রান নিয়ে ৫ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

টেস্ট ক্রিকেটে ৯৯তম ব্যাটার হিসেবে এদিন ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন মুশফিক। ৫ হাজার রান করতে ১৩৯ ইনিংস লেগেছে তার। এক আলোচনায় মুশফিকের এ অর্জনের প্রশংসা করেন কার্তিক।

এ প্রসঙ্গে কার্তিক বলেন, ‘যেকোনো ব্যাটারের জন্য ৫ হাজার টেস্ট রান দারুণ অর্জন এবং সে যা অর্জন করেছে তা দুর্দান্ত। আপনি যখন পতাকাবাহী অথবা মশালবাহী কিংবা প্রথমে কিছু করেন তখন সর্বদা আপনাকে সম্মানের সঙ্গে দেখা হয়। এটি মুশফিকুর রহিমের ক্ষেত্রেও।

ঘরের মাঠে কিংবা বিদেশের মাটিতে, বরাবরই বাংলাদেশের ব্যাটিং ইউনিটের আস্থার নাম মুশফিক। বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে রান করা মুশফিককে বিশ্বের অনেক তরুণ অনুসরণ করার চেষ্টা করেন বলে মনে করেন কার্তিক। এ যাবতকালে যা অর্জন করেছেন, সেটার জন্য মুশফিক গর্বিত হতে পারে বলে জানান ভারতের এই উইকেটকিপার ব্যাটার।

কার্তিক বলেন, ‘বিশ্বের অনেক তরুণ ক্রিকেটার তাকে অনুসরণ করার চেষ্টা করে এবং একজন খেলোয়াড় হিসেবে তাকে সত্যিই উপভোগ করে। সে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে ধারাবাহিকভাবে রান করেছে।’ ‘সে দীর্ঘ সময় দেশকে নেতৃত্ব দিয়েছে এবং তার ঝুলিতে প্রাপ্তি আছে। আমার মনে হয় সে নিজেকে নিয়ে গর্বিত হতে পারে।’

প্রথমবারের মতো ক্যামেরায় রানি মুখার্জির মেয়ে, কিউটনেস-এ টেক্কা দেবে তৈমুরকে