
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট হাতে নেমে মোহাম্মদ নাইমকে নিয়ে মারমুখী মেজাজে শুরু করেছিলেন আফগানিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ। কিন্তু বেশি দূর যেতে পারেননি তিনি। পাকিস্তানের মোহাম্মদ আমিরের বলে আউট হওয়ার আগে ৭ বলে ১১ রান করেন শাহজাদ।
এরপর মিডল-অর্ডারের দু’ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট ও নাদিফ চৌধুরীকে ফিরিয়ে দিয়ে রংপুরকে চাপে ফেলেন পেসার শফিউল ইসলাম। পরে খুলনার বোলারদের উপর চড়াও হন মোহাম্মদ নাঈম। ধীরে ধীরে লড়াইয়ে ফিরতে থাকে রংপুর। কিন্তু রান আউটের ফাঁদে পড়ে ৪৯ রানে থামেন নাঈম।
দলীয় ৯৪ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন নবী। এ অবস্থায় দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দিতে লড়াই শুরু করেন ফজলে ও ইংল্যান্ডের লুইস গ্রেগরি। মারমুখী ছিলেন ফজলে। ২টি চার-ছক্কায় দ্রুত রান তোলার চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত ফজলেকে থামিয়ে খুলনাকে ব্রেক-থ্রু এনে দেন শফিউল। ৩৩ বলে ৪২ রান করে শফিউলের তৃতীয় শিকার হন ফজলে। বেশি দূর যেতে পারেননি গ্রেগরিও। ২টি চারে ২০ বলে ২২ রান করেন তিনি। শেষ পর্যন্তম ৯ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় রংপুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


