আবারও দেড়শো ছাড়ালেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক: আগে থেকেই বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ দেড়শো রানের মালিক ছিলেন মুশফিকুর রহিম। চলতি মিরপুর টেস্টের আগেই তার নামের পাশে ছিল চারটি দেড়শো রানের ইনিংস। এবার সেটিকে পাঁচে উন্নীত করলেন টাইগারদের এ অভিজ্ঞতম ব্যাটার।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ঘণ্টায় দেড়শো রান পূরণ করেছেন মুশফিক। যা করতে তার লেগেছে ২৯১ বল। প্রায় সাড়ে সাত ঘণ্টার ইনিংসে ১৯টি চার মেরেছেন তিনি। মুশফিকের ব্যাটেই শুরুর ধাক্কা এড়িয়ে লড়ছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০০.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৩৪ রান। মুশফিক খেলছেন ১৫৬ রান নিয়ে। নয় নম্বরে নামা তাইজুল অপরাজিত ৮ রানে। এ জুটিতে এরই মধ্যে এসেছে ৩৮ রান।