স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে মঙ্গলবার (৩ মার্চ)। তার আগে হুট করে চাউর হয়- মুশফিকুর রহিমকে এই ম্যাচের একাদশের জন্য বিবেচনায় রাখছে না টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বোর্ডের ‘নির্দেশনা’ রয়েছে বলে গুঞ্জন ওঠে।
সেই গুঞ্জন ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ক্রিকেট আঙিনার সবচেয়ে বড় খবরে পরিণত হয়। একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে- মুশফিক পাকিস্তান সফরে যাবেন না বলে তাকে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুশফিককে পাকিস্তান সফরে নেওয়ার জন্য এমন সিদ্ধান্তের ব্যাপারে আগে অবহিত করা হয়েছিল বলেও উল্লেখ করা হয়।
অবশেষে এ প্রসঙ্গে মুখ খুলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার দাবি অনুযায়ী- পাকিস্তানে অনুষ্ঠিতব্য একটি ওয়ানডের কথা মাথায় রেখে স্কোয়াডে থাকা ‘ব্যাকআপ’ ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতেই সিনিয়রদের বিশ্রামের ব্যাপারে ভাবছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেল। তবে মুশফিককে বিশ্রাম বা বাদ দেওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।
নান্নু বলেন-‘দলের সাথে ব্যাকআপ ক্রিকেটার রয়েছে। পাকিস্তান সফরে্র কথা মাথায় রেখেই তাদেরকে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ করে দেওয়া হবে।’
এদিকে দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে, মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও যথারীতি একাদশে থাকছেন মুশফিক। প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজ নিশ্চিত হওয়ার আগে দলের গুরুত্বপূর্ণ সদস্যকে একাদশের বাইরে রাখা হয়ে উঠতে পারে ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত।
প্রসঙ্গত, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর একটায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।