বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিম নামটাই হতে পারে একটা আস্ত অধ্যায়। তিন ফরম্যাট মিলিয়ে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। সঙ্গে আছে ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ার। দেশের ক্রিকেটের ইতিহাসটাই হয়ত মুশফিক পূর্ববর্তী আর মুশফিক– এমন দুটো অধ্যায়ে ভাগ করে নেয়া যেতে পারে।
দুবাইয়ে সেই ১৪৪ রান কিংবা শচীনের শততম শতকের দিনে মুশফিকের সেই ক্যামিও বা ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে উইনিং শট… বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে মিস্টার ডিপেন্ডেবল নাম পাওয়া মুশফিকের বহু কীর্তিই জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত।
সবার আগে নাম করতে হয় লম্বা ক্যারিয়ার নিয়ে। বাংলাদেশের জার্সিতে ১৮ বছর ২০২ দিন ছিলেন ওয়ানডে ফরম্যাটের অংশ হয়ে। বিদায় নিয়েছেন দলের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার খেলোয়াড় হিসেবে। আর আন্তর্জাতিক অঙ্গনে তার এই ক্যারিয়ার ৮ম দীর্ঘতম। তার চেয়ে লম্বা ক্যারিয়ার আছে শচীন টেন্ডুলকার, জাভেদ মিয়াঁদাদ, সনৎ জয়াসুরিয়া, অরবিন্দ ডি সিলভা, ক্রিস গেইল, শন উইলিয়ামস এবং শোয়েব মালিকের।
উইকেটরক্ষক মুশফিকের নামের পাশে আছে ২৯৭টি ডিসমিসাল। ওয়ানডের ইতিহাসে তার চেয়ে বেশি ডিসমিসাল আছে আর মোটে ৪ জনের। অ্যাডাম গিলক্রিস্ট, কুমার সাঙ্গাকারা, মার্ক বাউচার এবং মহেন্দ্র সিং ধোনি আছেন তার ওপরে। মাত্র ৫ম উইকেটরক্ষক হিসেবে ৩০০ ডিসমিসাল থেকে অল্প দূরেই ছিলেন বাংলাদেশি এই উইকেটরক্ষক।
আরও দুই জায়গায় মুশফিকের নামটা থাকছে ৫ম স্থানে। উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ এবং সবচেয়ে বেশি স্ট্যাম্পিং দুই জায়গাতেই মুশফিকের অবস্থান সারা বিশ্বে ৫ম স্থানে।
শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে, সবকিছু হারিয়ে বাসিন্দাদের আর্তনাদ
ওয়ানডেতে এক মাঠে সবচেয়ে বেশি রানের দিক থেকে মুশফিকের অবস্থান দুইয়ে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে করেছেন ২ হাজার ৬৮৪ রান। এই তালিকায় শীর্ষে আছে তামিম ইকবাল। মিরপুরেই যার রান ২ হাজার ৮৯৭।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।