স্পোর্টস ডেস্ক :নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ব্যাট নিলামে তুলেছেন জাতীয় দলে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমসহ তার দুই সতীর্থ মোসাদ্দেক হোসেন ও নাঈম শেখ। এ ছাড়া গ্লাভস-জার্সি তুলেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
গত শনিবার রাত থেকে শুরু হওয়া এই নিলামে এখন পর্যন্ত মুশফিকের ব্যাটের দাম উঠেছে ৪০ লাখ টাকা। তবে অধিকাংশই ভুয়া ব্যক্তিরা দর হাঁকাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ জন্য নিলামকারীরা তার ব্যাটের নিলাম বন্ধ ঘোষণা করেছেন।
আজ মঙ্গলবার বিকেলে দেশের জনপ্রিয় একটি দৈনিক পত্রিকার অনলাইনকে নিলাম সংশ্লিষ্ট একজন বিষয়টি নিশ্চিত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি বলেন, ভুয়া ব্যক্তিদের যাচাই বাছাই করে বের করার জন্য নিলাম বন্ধ করা হয়েছে। আবার শুরু হবে। ভক্তদের ভয়ের কিছু নেই। সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
অনলাইনভিত্তিক বাণিজ্যিক ওয়েবসাইট পিকাবোতে স্মারকগুলো নিলামে তোলা হয়েছে। নিলামের পুরো প্রক্রিয়াটির দায়িত্ব নিয়েছে নিপকো স্পোর্টস ম্যানেজমেন্ট।
এ ছাড়া গতকাল পিকাবোর প্রধান নির্বাহী মরিন তালুকদার মুঠোফোনে জানিয়েছিলেন, নিলামে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তি ভুয়া। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত তারা যাচাই-বাছাই করে ভুয়া ব্যক্তিদের বাদ দিচ্ছেন তারা।
হতাশা প্রকাশ করে মরিন তালুকদার বলেছেন, ‘এই স্মারকগুলোর টাকা সবই যাবে দুঃস্থদের জন্য। কিন্তু মানুষ বুঝতে পারছে না। আমরা ফোন করে অনেকের কাছে জামানত চাচ্ছি। আপনি যদি কিনতে চান তাহলে কিছু টাকা জামানত রাখুন, এ রকম বলার পর অনেকেই যোগাযোগ করছে না। আমরা তাদের বাদ দিচ্ছি। আজ অনেককে বাদ দিয়েছি। এটি উন্মুক্ত নিলাম হওয়ায় সবাই দর হাঁকাচ্ছে। গতকাল একজন ৩২ লাখ টাকা দর হাঁকিয়েছেন, তাকেও বাদ দেওয়া হয়েছে।’
মুশফিক ছাড়া গত বছর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২৭ বলে ৫২ রানের ইনিংস খেলা মোসাদ্দেকের ব্যাটটির ভিত্তিমূল্য তিন লাখ টাকা। এখন পর্যন্ত কেউ বিড করেনি। টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলা নাইম শেখের ব্যাটের ভিত্তিমূল্য এক লাখ টাকা। এখন পর্যন্ত তিনজন বিড করে এর দাম উঠেছে ১ লাখ ১৮ হাজার টাকা। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে আকবর আলীর ব্যবহৃত ব্যাট ও গ্লাভসের ভিত্তিমূল্য ছিল ১ লাখ টাকা। এখন পর্যন্ত দুজন বিড করে এটির দাম হাঁকিয়েছে ১ লাখ ১০ হাজার টাকা।
পাঁচ দিনব্যাপী চলা নিলাম থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ ব্র্যাককে দেওয়া হবে। বাকি অংশ খেলোয়াড়দের নিজস্ব তহবিলে জমা হবে।
সূত্র : দৈনিক আমাদের সময় অনলাইন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।