বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার ঐতিহাসিক শততম টেস্ট ম্যাচে ঝলক দেখিয়েছেন। চা বিরতির পর ব্যাটিংয়ে নেমেই মুশফিক প্রথম বলে বাউন্ডারি মেরে ২৮তম টেস্ট ফিফটি পূর্ণ করেন। ১০৯ বলে দুটি চারের সাহায্যে তিনি পঞ্চাশের ঘরে পৌঁছান।

মুশফিক যখন ফিফটি পূর্ণ করেন, তখনই তার এবং অপর ব্যাটসম্যান মুমিনুল হকের মধ্যে চলমান চতুর্থ উইকেট জুটি ১০০ রানের উপর পৌঁছে যায়। চা বিরতির সময় বাংলাদেশ ৩ উইকেটে ১৮৮ রান করেছিল। দ্বিতীয় সেশনে মুশফিকের ফিফটি ও জুটির সেঞ্চুরির ফলে ৬৩ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করেছে ৩ উইকেটে ২০২ রান। মুমিনুল হক ১২৬ বলে ৬৩ রানে অপরাজিত রয়েছেন।
দ্বিতীয় সেশনে মুমিনুল ও মুশফিক কোনো উইকেট হারাননি এবং দলের ওপর থেকে চাপ কমিয়েছেন। যদিও আয়ারল্যান্ডের ফিল্ডারদের ব্যর্থতায় মুমিনুল ২৩ ও ৪৯ রানে দুইবার ক্যাচ দিয়েও বাঁচতে সক্ষম হন।
টপ অর্ডারের দ্রুত পতনের পর মুশফিক ও মুমিনুলের দৃঢ় ব্যাটিং বাংলাদেশের জন্য বড় সংগ্রহের আশা জাগাচ্ছে। এই জুটি বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



