বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক গৌরবময় দিনে জাতীয় দলের উইকেটকিপার–ব্যাটার মুশফিকুর রহিম পেলেন তার শততম টেস্টকে স্মরণ করে বিশেষ সম্মাননা। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাকে বিশেষ ক্যাপ উপহার দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
২০০৫ সালের ২৬ মে লর্ডসে হাবিবুল বাশারের হাতেই প্রথম টেস্ট ক্যাপ পেয়েছিলেন তরুণ মুশফিক। ঠিক দুই দশক পর, সেই একই হাতে তিনি তার শততম টেস্টের স্মারক ক্যাপ গ্রহণ করলেন।
জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আকরাম খান মুশফিককে বিশেষ উপহার হিসেবে স্মারক তুলে দেন। পাশাপাশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও কোচ নাজমূল আবেদীনও মুশফিকের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।
এ মুহূর্তে স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেট প্রেমীরা মুশফিকের এই গৌরবময় কীর্তি উদযাপন করেন, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে।
মুশফিকের প্রথম টেস্ট ও শততম টেস্ট—উভয় ম্যাচের সতীর্থদের স্বাক্ষর করা স্মারক জার্সি উপহার দেন নাজমুল আবেদীন ও হাবিবুল বাশার। একটি ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি ম্যাচের স্মৃতিকে ধরে রাখার জন্য এটি বিশেষ সংগ্রহ হয়ে থাকবে।
শততম টেস্টের মাধ্যমে মুশফিক প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে পৌঁছাতে যাচ্ছেন। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক যাত্রায় তার প্রতি সম্মান জানাতেই বিসিবি, সাবেক অধিনায়করা ও সতীর্থরা এ আয়োজন করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



