আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মহলসহ বিশ্বের বিভিন্ন দেশের দেয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলা করার ইরান ও কাতারের পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেন মাহাথির। আগামীতে এমন ধরনের যেকোনো নিষেধাজ্ঞা মোকাবেলায় মুসলিম বিশ্বকে দ্রুত স্বাবলম্বী হওয়ার জন্য সার্বিকভাবে প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান তিনি।
সম্প্রতি ‘কুয়ালালামপুর শীর্ষ সম্মেলন ২০১৯’ সম্মেলনে তিনি এ আহবান জানান।
ইরান, মালয়েশিয়া, তুরস্ক ও কাতার নিজেদের মধ্যে লেনদেনে স্বর্ণ ও বার্টার প্রথার কথা ভাবছে বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আগামীতে নিজেদের ওপর সম্ভাব্য কোনো নিষেধাজ্ঞার পাল্টা প্রস্তুতি হিসেবে এমন পদক্ষেপের কথা ভাবছেন বলে জানান তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ইরান ও কাতারের ওপর বিভিন্ন জাতি একজোট হয়ে যেসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা পুরো বিশ্ব দেখছে। এখান থেকে মালয়েশিয়াসহ অন্য জাতিগুলোর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আমাদের ওপরও যেকোনো সময় এমন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
প্রসঙ্গত, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার অভিযোগে আড়াই বছর ধরে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। অন্যদিকে ছয় বিশ্বশক্তির সঙ্গে করা ইরানের পারমাণবিক চুক্তি থেকে গত বছর নিজেদের প্রত্যাহার করে দেশটির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
খবর : রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।