স্পোর্টস ডেস্ক: রাজধানীর শের-ই বাংলা মিরপুর স্টেডিয়ামে মুখোমুখী হয়েছে রংপুর রেঞ্জার্স-সিলেট থান্ডার্স। বঙ্গবন্ধু বিপিএলে সোমবার (৩০ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় রংপুর রেঞ্জার্স।
টস হেরে সিলেট ব্যাট করতে নামলে নিয়মিত বিরতিতে ১৬ রান যোগ করতেই টপঅর্ডারের ২ ব্যাটসম্যান হারিয়ে চাপে পড়ে সিলেট। তবে থেকে গেছেন দেশি ব্যাটসম্যান মোহাম্মাদ মিথুন। দুর্দান্ত ব্যাটিং করে ফিফটি তুলে নেন ডানহাতি এই টাইগার ক্রিকেটার।
সিলেটের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটিও আসে মিথুনের ব্যাট থেকেই। বাংলাদেশি এই ক্রিকেটার ৪৭ বল থেকে ৪টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৬২ রান করেন তিনি।
দলের নিয়মিত ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করে সিলেট। ম্যাচটি জিততে রংপুর রেঞ্জার্সের লক্ষ্যমাত্রা ১৩৪ রান।
অন্যদিকে, রংপুরের হয়ে ইনিংস সেরা বল করেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নির্ধারিত ৪ ওভার বল করে ৩টি উইকেট তুলে নেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট- ২০ ওভার ১৩৩/৯ (মোহাম্মাদ মিথুন ৬২)
(মুস্তাফিজুর রহমান ৪-০-১০-৩)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।