স্পোর্টস ডেস্ক : আইপিএলে নিজের দুর্দান্ত পারফর্মেন্স ধরে রেখেছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। আজও তিনি প্রথম ওভারে উইকেট নিয়েছেন। স্লগ ওভারে তার হাতেই বল তুলে দিয়েছেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ওই ওভারে দুটি রান-আউট এবং একটি ক্যাচ মিস হওয়ায় ফিজের নামের পাশে কোনো উইকেট নেই। চেন্নাইয়ের কোনো ব্যাটসম্যান চল্লিশের ঘর ছুঁতে না পারলেও ছোট ছোট অবদানে তাদের স্কোর দাঁড়িয়েছে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেয় রাজস্থান রয়্যালস। দুই পেসার জয়দেব উনাদকাট আর চেতন সাকারিয়া শুরু করেন বোলিং আক্রমণ। তৃতীয় পেসার হিসেবে ইনিংসর চতুর্থ ওভারে বল হাতে নেন মুস্তাফিজ। গত ম্যাচে দিল্লির বিপক্ষে প্রথম ওভারে মাত্র ১ রান দিয়েই উইকেট তুলে নিয়েছিলেন কাটার মাস্টার। আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও দেখা গেল তার একই রূপ। ইনিংসের চতুর্থ ওভারে বল করত এসে নিজের পঞ্চম বলে ফিরিয়ে দেন রুতুরাজ গায়ড়োকারকে (১০)। মুস্তাফিজের একটি দুর্দান্ত স্লোয়ারে মিড অফ থেকে ক্যাচ নেন শিবম দুবে।
এর মাধ্যমেই দলীয় ২৫ রানে প্রথম উইকেটের পতন ঘটল চেন্নাইয়ের। ওই ওভারে তিনি দিয়েছেন মাত্র ৩ রান। অন্যদিকে বেদম মার খেয়েছেন জয়দেব উনাদকাট। নিজের তৃতীয় ওভারে দিয়েছেন ১৯ রান। ১৭ বলে ৩৩ রান করা ফাফ ডুপ্লেসিসকে ফেরান তার স্বদেশি ক্রিস মরিস। অল-রাউন্ডার মঈন আলীকে ২৬ রানে ফেরা রাহুল তেওয়াটিয়া। সুরেশ রায়না ভয়ংকর হয়ে ওঠার আগেই ১৮ রানে ফিরেন। ১৭ বলে ২৭ রান করা আম্বাতি রাইডু শিকার হন চেতন সাকারিয়ার। শেষদিকে দুই অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা আর অধিনায়ক ধোনির ব্যাটে ভরসা রাখছিলেন চেন্নাই ভক্তরা।
তবে এই দুজন যথাক্রমে ৮ এবং ১৮ রানে প্যাভিলিয়নে ফিরেন। শেষ ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। প্রথম বলেই রান-আউট হয়ে যান ৬ বলে ১৩ রান করা স্যাম কারান। তৃতীয় বলে ডোয়েন ব্র্যাভোর ব্যাট থেকে সহজ ক্যাচ উঠলেও দুই ফিল্ডার তালগোল পাকিয়ে সেটা ছেড়ে দেন! চতুর্থ বলে আবারও রান-আউট। এবার শার্দুল ঠাকুর। শেষ বলে ছক্কা মেরে ৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন ব্র্যাভো। মুস্তাফিজ ৪ ওভারে ৩৭ রানে শিকার করেছেন ১ উইকেট। চেতন সাকারিয়া ৪ ওভারে ৩৬ রানে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট শিকারী ক্রিস মরিস দিয়েছেন ৩৩ রান।