জুমবাংলা ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মৃত গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সোহরাব হোসেন আজ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁদপুরের মতলব (উত্তর) উপজেলার কলাকান্দা গ্রামের দুলাল মিয়া (৪০) এবং বরিশালের হিজলা উপজেলার মেমাইন্না গ্রামের আহম্মদ উল্লাহ (৩৫)। তারা গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে গতকাল সোমবার ভোররাতে চারটি গরু চুরি করে একটি চোরচক্র। পরে গরুগুলো একটি প্রাইভেটকারে উঠিয়ে চোরচক্রের দুসদস্য ঢাকার দিকে রওনা হয়। পথে তারা ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরার বাঁশপট্টি এলাকায় পৌঁছালে পুলিশের একটি টিম প্রাইভেটকারটিকে থামানোর জন্য সিগন্যাল দেয়। এ সময় প্রাইভেটকারের চালক পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এতে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুর্ঘটনায় পড়ে। পুলিশের ধাওয়া খেয়ে চোরচক্রটি প্রাইভেটকার ও গরু ফেলে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত ওই প্রাইভেটকার থেকে তিনটি জীবিত ও একটি মৃত গরু উদ্ধার করে। এ ঘটনার পর মারা যাওয়া গরুটি ঘটনাস্থল থেকে স্থানীয় এরশাদ নগর এলাকার ওয়ান ব্যাংকের পেছনে নিয়ে যায় কয়েক ব্যক্তি। সেখানে তারা মৃত গরুটি জবাই করে মাংস বিক্রি করছিল। এ সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে দুজনকে আটক ও মাংস জব্দ করে। আজ আটক দুলাল মিয়া ও আহম্মদ উল্লাহকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।