বিনোদন ডেস্ক : এবছর বলিউড হারিয়ে ফেলছে একের পর এক তারকাকে। চলে গেলেন সুশান্ত সিং রাজপুতও। মারা যাওয়ার আগে তার ইনস্টাগ্রামে দেয়া শেষ পোস্টটি কাঁদাচ্ছে ভক্তদের।
ইনস্টাগ্রামে সুশান্ত সিং রাজপুতের সর্বশেষ পোস্টটি ছিল তার মাকে নিয়ে। সুশান্তের মা মারা গিয়েছিলেন ২০০২ সালে। তিনি তখন টিনএজার। এক সপ্তাহ আগে শেয়ার করা সেই পোস্টে তিনি লিখেছেন, ‘চোখের জলে ঝাপসা হচ্ছে স্মৃতিগুলো, অথচ স্বপ্নের নিরন্তর আনাগোনা স্মিত হাসির মতো ঠোঁটে লেগে থাকে। বহমান জীবন, এই দুইয়ের সঙ্গে বোঝাপড়া…মা।’
মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত। তার বয়স হয়েছিল ৩৪ বছর।
রবিবার সকালে সুশান্তের বাড়ির পরিচারক পুলিশকে খবর দেন। কখন, কোন সময় এই ঘটনা ঘটেছে সেই নিয়ে এখন কোনও তথ্য মেলেনি। এদিন বান্দ্রার ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছে সুশান্তের দেহ। সেই ফ্ল্যাট ঘিরে রেখেছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী।
সুশান্ত সিং রাজপুতের বয়স হয়েছিলো মাত্র ৩৪ বছর। এরমধ্যেই বেশকিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি। ক্রিকেটার এম এস ধোনির আত্মজীবনী নিয়ে নির্মিত ‘দ্য আনটোল্ড স্টোরি’ তে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন সুশান্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।