জুমবাংলা ডেস্ক: মরে গিয়েও নানা জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তার ধূম্রজাল ছেদ করে আশুলিয়ার চারিগ্রাম এলাকায় শিকড় অ্যাগ্রো লিমিটেডের বামন আকৃতির গরু ‘রানি’ গড়েছে গিনেস বিশ্ব রেকর্ড।
এ খবর নিশ্চিত করেছেন শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সুফিয়ান।
তিনি বলেন, সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ আমাকে ই-মেইলের মাধ্যমে আমাদেরকে এই রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, ওদের (গিনেস বুক কর্তৃপক্ষ) কাছে আমরা রানির পোস্টমর্টেম রিপোর্ট পাঠিয়েছিলাম। ওরা মূলত দেখেছে, আমরা হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে রানিকে বামন করেছিলাম কি না? কিন্তু এ ধরনের কোন কিছু তারা রিপোর্টে পায়নি। তিন দিন আগে ওরা রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে। কিন্তু ওদের প্রসেসের কারণে বিলম্বে আমাদের ই-মেইল করেছে আজ (সোমবার)।
কাজী সুফিয়ান বলেন, রানি আমাদের সবার অনেক আদরের ছিল। প্রাণি হলেও রানিকে আমরা পরিবারের একজন করে নিয়েছিলাম। কিন্তু গিনেস বুক অব ওয়ার্ল্ডে যখন রানির নাম উঠতে আর কিছু দিন বাকি তখন আমরা ওকে হারিয়েছি। রানির মৃত্যু কোনভাবেই ওই সময় মেনে নিতে পারিনি আমরা। তবে অবশেষে গিনেস বুক কর্তৃপক্ষ তাদের প্রসিডিউর অনুযায়ীই রানিকে বিশ্বের সব চাইতে ছোট গরুর স্বীকৃতি দিয়েছেন।
বামন আকৃতির গরু রানি মারা গেছে এমন তথ্য গিনেস বুক কর্তৃপক্ষ জানে কিনা এমন প্রশ্নের উত্তরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক তানভির হাসান বলেন, রানি মারা যাওয়ার আগেই বাংলাদেশের গণমাধ্যম এই গরুটিকে প্রতিবন্ধী অসুস্থসহ নানা ধরনের উল্টাপাল্টা তথ্য প্রকাশ করে। কিন্তু গিনেস বুক কমিটি সবকিছু নিরীক্ষণ করে গরুটি অসুস্থ ও প্রতিবন্ধী না হবার প্রমাণ পাওয়ায় জুরি বোর্ড রানিকে বিশ্বের ছোট গরুর রেকর্ডে প্রথমে স্থান দিয়েছে।
তিনি বলেন, গিনেস বুকে বিশ্বের সবচাইতে ছোট গরুর স্বীকৃতি পাওয়ার পরও মৃত রানি সেলিব্রিটি। দুই বছর বয়সী রানির উচ্চতা ছিল ২০ ইঞ্চি, দৈর্ঘ্য ২৬ ইঞ্চি এবং ওজন ছিল ২৬ কেজি। ১১ মাস আগে নওগাঁ জেলার প্রত্যন্ত গ্রাম থেকে রানীকে আনা হয় এই খামারে। তখন থেকেই পালন করছিলেন তারা।
২০১৪ সালের ২১ জুন ভারতের কেরালা রাজ্যে মানিকিয়াম জাতের একটি গরু গিনেস বুকে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে ঠাঁই পেয়েছিল। যার ওজন ছিল ৪০ কেজি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।