মে ২০২৩ এ বাজারে আসতে যাওয়া সেরা ৫ স্মার্টফোন

Pixel 7a

২০২৩ সালের মে মাসে কিছু আকর্ষণীয় স্মার্টফোন বাজারে রিলিজ পেতে যাচ্ছে। এর আগে এপ্রিল মাসে ভিভো, শাওমি, স্যামসাং সহ অপর কিছু চমৎকার স্মার্টফোন রিলিজ হয়েছিল। আজকের আর্টিকেলে শীর্ষ ৫ স্মার্টফোন নিয়ে আলোচনা করা হবে যা মে মাসে মার্কেট কাঁপাতে যাচ্ছে।

Pixel 7a

cm/ F5 Pro

পোকোর এই স্মার্টফোনে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ফিচার থাকবে। স্মার্টফোনটিতে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আশা করা হচ্ছে। প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান চিপসেট ব্যবহার করা হতে পারে। ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পর্যন্ত ফিচার পাওয়ার আশা করা যেতে পারে। ৫০০০ মেগাহার্জের শক্তিশালী ব্যাটারি ডিভাইসকে পাওয়ার প্রদান করবে। পোকো ডিভাইসে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা স্মার্টফোনের সামনে দেওয়া থাকবে।

Realme 11 সিরিজ

রিয়েলমির এই স্মার্টফোনে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ফিচার থাকবে। স্মার্টফোনটিতে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আশা করা হচ্ছে। প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7000-সিরিজের চিপসেট ব্যবহার করা হতে পারে। ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পর্যন্ত ফিচার পাওয়ার আশা করা যেতে পারে। ৫০০০ মেগাহার্জের শক্তিশালী ব্যাটারি ডিভাইসকে পাওয়ার প্রদান করবে। রিয়েলমির ডিভাইসে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা স্মার্টফোনের সামনে দেওয়া থাকবে।

Motorola Razr 40 Ultra

মোটোরলার এই স্মার্টফোনে ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের ফিচার থাকবে। স্মার্টফোনটিতে ৬.৬৭ ইঞ্চির ফোল্ডিং OLED প্যানেলের ডিসপ্লে আশা করা হচ্ছে। প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 8+ Gen1 চিপসেট ব্যবহার করা হতে পারে। ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পর্যন্ত ফিচার পাওয়ার আশা করা যেতে পারে। ৩৬৪০ মেগাহার্জের শক্তিশালী ব্যাটারি ডিভাইসকে পাওয়ার প্রদান করবে। মোটোরলার ডিভাইসে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা স্মার্টফোনের সামনে দেওয়া থাকবে।

iQOO Neo 8 Pro

iQOO এর এই স্মার্টফোনটিতে ৬.৬৭ ইঞ্চির ফোল্ডিং OLED প্যানেলের ডিসপ্লে আশা করা হচ্ছে। প্রসেসর হিসেবে MediaTek Dimensity 9200/9200+ চিপসেট ব্যবহার করা হতে পারে। ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পর্যন্ত ফিচার পাওয়ার আশা করা যেতে পারে। ৩৬৪০ মেগাহার্জের শক্তিশালী ব্যাটারি ডিভাইসকে পাওয়ার প্রদান করবে। iQOO  এর ডিভাইসে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। একটি 32MP 2x টেলিফটো ক্যামেরা এবং একটি 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স থাকতে পারে৷ পাশাপাশি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা স্মার্টফোনের সামনে দেওয়া থাকবে।

Pixel 7a/Pixel Fold

Pixel এর এই স্মার্টফোনে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ফিচার থাকবে। স্মার্টফোনটিতে ৬.১ ইঞ্চির ফোল্ডিং OLED প্যানেলের ডিসপ্লে আশা করা হচ্ছে। প্রসেসর হিসেবে Tensor G2 চিপসেট ব্যবহার করা হতে পারে। ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পর্যন্ত ফিচার পাওয়ার আশা করা যেতে পারে। ৪৪০০ মেগাহার্জের শক্তিশালী ব্যাটারি ডিভাইসকে পাওয়ার প্রদান করবে। 5G, 4G LTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, GPS এবং চার্জ করার জন্য একটি USB টাইপ-সি পোর্ট এর ফিচার থাকবে।