Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কোয়াৎসাকোয়াকোসের একটি বারে আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের অ্যাটর্নি জেনারেলের বিবৃতির বরাতে এনবিসি নিউজ এ সংবাদ জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবর।
মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এতে অন্তত আট জন নারী ও ১৫ জন পুরুষ মারা গেছেন। গুরুতর দগ্ধ আরো ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতামূলক ছিল কিনা তা নিশ্চিত করা হবে বলে রাজ্যটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।