আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর আকাপুলকোর একটি স্টোর পার্কিং লটে গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়েছে।এক সপ্তাহের ভিতর দেশটিতে দ্বিতীয় সাংবাদিক হত্যার ঘটনা। খবর এএফপি,র।
আজ বুধবার বার্তাসংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রামিরেজ তেহুয়াকান শহরের বাসা থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন। তিনি কয়েক দশক ধরে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করছেন।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) মেক্সিকো শাখা জানিয়েছে, সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করার সময় রামিরেজ সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তারে অবদান রেখেছেন।
গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় নিয়োজিত এই বেসরকারি প্রতিষ্ঠান আরও জানায়, ‘আরএসএফ দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছে, যাতে সরকারি কর্মকর্তা হিসেবে তার কার্যক্রমের কারণে, নাকি সাংবাদিকতার চর্চার কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানা যায়।’
আরএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, মেক্সিকোয় ২০০০ সাল থেকে এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। বেশিরভাগ হত্যার জন্য কেউ কোনো সাজা পায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।