আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর উপসাগরে হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলছে আগুন। চারপাশ ঘিরে পানি ছিটিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করছে কয়েকটি জাহাজ। নীল পানির মধ্যে কমলা রঙের গোলাকার এ আগুনের এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানায়, স্থানীয় সময় শুক্রবার (০২ জুলাই) ভোর সোয়া পাঁচটার দিকে মেক্সিকো উপসাগরে ইউকাটান উপদ্বীপ এলাকার কাছে আগুন দেখা যায়।
মেক্সিকোর রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল উত্তোলন কোম্পানি পেমেক্স জানিয়েছে, সাগরের নিচ দিয়ে যাওয়া গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটে। পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সাগরের নিচের ওই পাইপলাইন পেমেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র ‘কু মালুব জ্যাপ’-এর সঙ্গে সংযুক্ত।
মেক্সিকো উপসাগরের কাছেই ক্ষেত্রটি অবস্থিত। সেটি থেকে প্রতিদিন ১৭ লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয়, যা খনিটির মোট উত্তোলনের ৪০ শতাংশ। পেমেক্স জানিয়েছে, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া উত্তোলনকাজও ব্যাহত হয়নি। আগুন লাগার বিষয়টি তদন্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।