ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ বৃহস্পতিবার কোম্পানির কানেক্ট ইভেন্টে ঘোষণা করেন যে ফেসবুক কোম্পানির নতুন নাম হবে মেটা Meta। জুকারবার্গ বলেন, “আমরা এমন একটি কোম্পানি যা মানুষকে কানেক্ট করার জন্য প্রযুক্তি তৈরি করে।” “একসঙ্গে, আমরা চাই আমাদের প্রযুক্তিতে লোকেদের রাখতে পারি। এবং একসাথে, আমরা একটি ব্যাপকভাবে বড় ক্রিয়েটর অর্থনীতি আনলক করতে পারি।”
“আমরা কে এবং আমরা কী তৈরি করতে চাই তা প্রতিফলিত করার জন্য,” তিনি বলেন। তিনি আরও বলেন, ফেসবুক নামটি কোম্পানি এখন যা করে তা সম্পূর্ণরূপে প্রতিফলিত করে না এবং এখনও ফেসবুক একটি পণ্যের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এমন বুঝায়। “কিন্তু সময়ের সাথে সাথে, আমি আশা করি আমাদের কোম্পানি একটি মেটাভার্স কোম্পানি হিসাবে দেখা হবে।”
ঘোষণাটি ফেসবুকে শেয়ার করেছেন জুকারবার্গ নিজেই। কেন এই নামবদল সে সম্পর্কেও জানিয়েছেন তিনি। আগামী দিনে নতুন পথচলার জন্য যে পদক্ষেপ বলেই জানিয়েছেন তিনি। আর কেন মেটা নামটি বেছে নেওয়া সেই সম্পর্কে জুকেরবার্গ লিখেছেন, ‘ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি।
গ্রিক শব্দ ‘বিয়ন্ড’ (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। ব্যক্তিগতভাবে যে শব্দ বেছে নেওয়ার কারণ আরও অনেক কিছু তৈরি করা বাকি। আমাদেরও পথচলার অনেক নতুন পথ বাকি, সেই ধারণা থেকেই এই নামকরণ।’
প্রসঙ্গত, ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথচলা শুরু করেছিল ফেসবুক। তারপর থেকে মার্ক জুকেরবার্গের হাত ধরে ক্রমশ শাখা প্রশাখা বিস্তার করেছে ফেসবুক। ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অকুলাসের মতো শাখার পাশাপাশি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবই এই মুহূর্তে ছিল মাদার কোম্পানি ফেসবুকের অধীনস্থ। কিন্তু নতুন নামকরণে নতুন পথচলা শুরুর ইঙ্গিত দিলেন মার্ক জুকেরবার্গ।
মাঝে ১৭ বছরের সময় ব্যবধানে প্রযুক্তি ও তার ব্যবহারের বিভিন্ন ধরণও বদলে গিয়েছে। যে প্রসঙ্গও সামনে তুলে ধরেছেন জুকেরবার্গ। মোবাইলের ব্যবহার থেকে জীবনের প্রত্যেক ভাগে প্রযুক্তির অঙ্গাঙ্গীভাবে জুড়ে যাওয়া সব প্রসঙ্গই উঠে এসেছে জুকেরবার্গের লম্বা ফেসবুক পোস্টে। পাশাপাশি মেটার সঙ্গেই মেটাভার্স তৈরি হবে বলেও প্রত্যাশা তাঁর।
মেটা -ইউনিভার্সে মানবজীবনে আরও বেশি করে প্রযুক্তির প্রভাব থাকবে বলেও মনে করেন জুকেরবার্গ। যদিও একপক্ষের দাবি, নিয়ন্ত্রক এবং আইন প্রণেতাদের চাপে পড়ে নাম বদলানোর পথে হেঁটেছে ফেসবুক !
ফেসবুকের ব্যবসায়িক কাজকর্ম নিয়ে অনেকদিনই বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে। নানাভাবে চাপের মুখেও পড়েছে এই সোশ্যাল মিডিয়া জায়েন্ট সংস্থা। এবার ফেসবুক ব্র্যান্ড নতুন নাম নিয়ে অবতীর্ণ হওয়ার পথে হাঁটল।
জুকারবার্গের কথা থেকে বুঝা যাচ্ছে ফেসবুকের মূল কোম্পানির নতুন নাম মেটা দিয়ে উনি ফেসবুককে শুধু সোশ্যাল মিডিয়া থেকে বের করে তথ্য প্রযুক্তির অন্যান্য প্রডাক্টের সাথে যুক্ত করতে চাচ্ছেন।
মিল্কিওয়ে ছায়াপথের বাইরে প্রথম কোন গ্রহের সন্ধান দিলো জ্যোতির্বিজ্ঞানীরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।