Advertisement
মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। তবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে বড় আকৃতির স্প্রিংটি ছিটকে পড়ে ওই তরুণের মাথায় লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও দুইজন আহত হন। স্প্রিংটির ওজন ৪০ থেকে ৫০ কেজি হবে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



