মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ডিসের তার, বন্ধ ছিল ট্রেন চলাচল

মেট্রোরেল

মেট্রোরেলজুমবাংলা ডেস্ক : মেট্রোরেলের কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী রুটে লাইনের বৈদ্যুতিক তারের ওপর কে বা কারা ডিসের তার ফেলায় আজ মঙ্গলবার প্রায় আধাঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

ক‌য়েকজন যাত্রী জানিয়েছেন, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেন চলাচল বন্ধ হয়। চলাচল শুরু হয় ১২টা ৩৬ মিনিটে। ত‌বে মে‌ট্রো‌রে‌লের নির্মাণ ও পরিচালনার দা‌য়ি‌ত্বে থাকা সরকা‌রি কোম্পা‌নি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জা‌নি‌য়ে‌ছেন, ১৫ মি‌নিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

তিনি ব‌লে‌ন, মে‌ট্রো‌রে‌লের বৈদ্যুতিক তিন তা‌রের (ক্যাটনারি) উপ‌রেরটি নিউট্রাল। কারওয়ান বাজার থে‌কে শাহবা‌গের ম‌ধ্যে কো‌নো স্থা‌নে তারের উপ‌রে কো‌নো দুর্বৃত্ত আ‌শপা‌শের ভবন থে‌কে ডি‌সের তা‌রের ম‌তো কিছু একটা ফে‌লে। এ‌তে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তারটি অপসারণ করা হ‌য়ে‌ছে। দুই লাইনেই ট্রেন চলছে।

প্রায় আধাঘণ্টা মে‌ট্রো‌রে‌ল সব স্টেশনের বাই‌রে দাঁড়িয়ে ছিল। যাত্রীরাও আট‌কা প‌ড়েন। স্টেশনগু‌লো‌তে ভিড় জ‌মে হাজার হাজার অপেক্ষমাণ যাত্রীর।

নিবন্ধনহীন মোবাইল ফোন নিয়ে পলকের হুঁশিয়ারি