জুমবাংলা ডেস্ক: ভারতের কলকাতা ও মুম্বাইয়ের পর এবার চেন্নাইতে শিগগিরই নতুন উপহাইকমিশন চালু করতে যাচ্ছে বাংলাদেশ। খবর ইউএনবি’র।
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন থাকার পাশাপাশি আগরতলা ও গৌহাটিতে সহকারী হাইকমিশন রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেন্নাইতে বাংলাদেশের উপহাইকমিশন চালুর অনুরোধে সম্মতি দেয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, নতুন এ উদ্যোগ মেডিকেল ট্যুরিজমের জন্য চেন্নাই যাওয়া বিপুল সংখ্যক মানুষের ‘অনেক উপকারে’ আসবে।
এদিকে, ভারতীয় হাইকমিশন আরও জানিয়েছে, বৈধ ভিসায় ভারতে ভ্রমণকারী কোনো বাংলাদেশি নাগরিক সেখানে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে তাকে ভারতীয় হাসপাতালে ভর্তি হওয়ার জন্য তার প্রাথমিক ভিসাকে মেডিকেল ভিসায় রূপান্তর করার প্রয়োজন হবে না।
সেই সাথে কোনো বিদেশি নাগরিক ভারতে প্রবেশের আগে থেকেই আক্রান্ত এমন রোগের (অঙ্গ প্রতিস্থাপন ছাড়া) ক্ষেত্রে ইনডোরে চিকিৎসা নেয়া প্রাথমিক ভিসাতেই করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।