বিনোদন ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে শুরু হয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার-এর ২৬তম আসর। বিনোদনের ক্ষেত্রে বছরের সেরা কাজের স্বীকৃতি দিতে ১৯৯৮ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। এবারের আয়োজনেও থাকছে ‘তারকা জরিপ পুরস্কার’, ‘সমালোচক পুরস্কার’ ও ‘আজীবন সম্মাননা’ প্রদান।
পুরস্কারের ইতিহাস ও সর্বাধিক বিজয়ী
মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫-এর এই আসর বসার আগে জেনে নেওয়া যাক, কে কারা সবচেয়ে বেশি এই পুরস্কার পেয়েছেন। দুই যুগে সর্বোচ্চ ১৩ বার এই পুরস্কার অর্জন করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ১০ বার করে পেয়েছেন শাবনূর, মোশাররফ করিম এবং ইমপ্রেস টেলিফিল্ম।
৮ বার করে পুরস্কার জিতেছেন জাহিদ হাসান, শাকিব খান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও ‘ইত্যাদি’। তারকা জরিপে ৮ বার বিজয়ী হয়েছেন টিভি অভিনেতা জাহিদ হাসান।
৭ বার করে পুরস্কার জিতেছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, রিয়াজ ও ন্যান্সি। ৬ বার করে পেয়েছেন নোবেল, আসিফ, এলআরবি ও নূরুল আলম আতিক। ৫ বার করে পুরস্কার পেয়েছেন হাবিব ওয়াহিদ, অপি করিম ও মাহফুজ আহমেদ।
উপস্থাপনা ও সাংস্কৃতিক আয়োজন
মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫-এর প্রথম অংশ সঞ্চালনা করছেন আফজাল হোসেন। দ্বিতীয় অংশে উপস্থাপনায় থাকছেন আফরান নিশো ও তাসনিয়া ফারিণ, যারা এবারই প্রথমবারের মতো এই পুরস্কার উপস্থাপনা করছেন। প্রতিবছরের মতো এবারের আসরেও থাকছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন।
মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫ উপলক্ষে জমকালো আয়োজন, পরিচিত মুখদের উপস্থাপনা এবং পুরস্কারের ইতিহাস নতুন করে আলোচনায় এসেছে। কারা এবছর সেরা হয়ে উঠবেন, তা জানতে অপেক্ষা করতে হবে পুরস্কার ঘোষণার মুহূর্ত পর্যন্ত। মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫ এ বছরও রয়ে গেছে তার ঐতিহ্যিক জাঁকজমক ও উত্তেজনা।
FAQs
মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫ কখন অনুষ্ঠিত হচ্ছে?
মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫-এর ২৬তম আসর শুরু হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে।
মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫-এ উপস্থাপনায় কারা আছেন?
প্রথম অংশে উপস্থাপনা করছেন আফজাল হোসেন এবং দ্বিতীয় অংশে আছেন আফরান নিশো ও তাসনিয়া ফারিণ।
মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫-এ সবচেয়ে বেশি পুরস্কার কে পেয়েছেন?
এই পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি, অর্থাৎ ১৩ বার, পুরস্কার পেয়েছেন নুসরাত ইমরোজ তিশা।
মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫-এ কোন কোন বিভাগে পুরস্কার দেওয়া হয়?
এবারও দেওয়া হচ্ছে তারকা জরিপ পুরস্কার, সমালোচক পুরস্কার এবং আজীবন সম্মাননা।
মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫-এর সাংস্কৃতিক আয়োজনে কী থাকবে?
প্রতিবারের মতো এবারও থাকছে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ।
মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৫ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
এটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে, আগারগাঁও, ঢাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।