Advertisement
জুমবাংলা ডেস্ক: রাজধানীর মেরুল বাড্ডার আনন্দনগর এলাকায় ছুরি*কাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম মো. নাছির (৩৫)। তিনি সেখানকারই বাসিন্দা।
রক্তা’ক্ত অবস্থায় নাছিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টায় তাকে মৃ’ত ঘোষণা করেন।
বাড্ডা থানা ওসি (অপারেশন) মো, ইয়াসিন গাজী জানান, এ ঘটনায় আরিফ নামে একজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, নাছিরের বুকের বাঁ পাশে ছুরি*কাঘাতের চিহ্ন ছিল। নিহত ব্যক্তি ও ঘাতক উভয়ই মা*দক কারবারি। তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ খু*নের ঘটনা ঘটেছে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মৃ*তদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহতকে তিনিই উদ্ধার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।