
স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেডের মাঠে ৩৬ রানেই অলআউট হওয়ার দুঃস্বপ্ন ভুলে মেলবোর্নে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ এ সমতা ফিরিয়েছে টিম-ইন্ডিয়া। মেলবোর্নে স্বপ্নের জয় ছিনিয়ে নেওয়ার পরে ভারতীয় ক্রিকেটারদের মুখে নতুন শপথ। চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজারা বলছেন, এই ছন্দ ধরে রেখে পরের টেস্টও জিততে হবে।
অ্যাডিলেডে চোটের জন্য খেলতে পারেননি। সুস্থ হয়ে বক্সিং ডে টেস্টে ফিরেই ব্যাট-বলে দুর্দান্ত খেলেছেন জাদাজা। ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে পোস্ট করা ভিডিও বার্তায় জাদেজা বলেছেন, ‘এই জয়টা আমাদের বিশেষ ভাবে মনে থাকবে। আমরা প্রথম টেস্টে হেরে এই ম্যাচে খেলতে নেমেছিলাম। কিন্তু দারুণ ভাবে ফিরে এলাম। ব্যাটসম্যান, বোলার, সবাই ভালো করেছে। আশা করব, এই ছন্দটা ধরে রেখে পরের টেস্টও জিতে নেব। আর সিরিজটা ধরে রাখতে পারব।’
চার টেস্টের সিরিজ এখন ১-১ এ সমতা অবস্থায়। আর একটা টেস্ট জিতলেই বর্ডার-গাভাস্কর ট্রফি ধরে রাখবে ভারত। গত বার বিরাট কোহালির নেতৃত্বে প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়ে ট্রফি জিতেছিল ভারতীয় দল।
পুজারা বলেছেন, ‘আমার সেরা পাঁচটা জয়ের মধ্যে এই জয় অবশ্যই থাকবে। বিদেশে টেস্ট জেতার অনুভূতিই আলাদা।’
ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন বিনা দ্বিধায় এই জয়কে স্মরণীয়তম বলছেন। তাঁর কথায়, ‘আমরা অনেকেই অনেক বছর ধরে ক্রিকেট খেলছি। তাই অনেক জয়ের সাক্ষী থেকেছি। কিন্তু যদি বিশেষ একটা জয়ের কথা আলাদা করে বলতে হয়, তা হলে অবশ্যই মেলবোর্নের এই জয়ের কথা বলব।’
পুজারা বলেছেন, ‘মেলবোর্নে আমরা দল হিসেবে দারুণ খেলেছি। দ্বিতীয় ইনিংসের শুরুতেই উমেশ (যাদব) চোট পেয়ে বেরিয়ে যায়। তার পরে বাকি বোলাররা নিজেদের নিংড়ে দিয়ে বল করেছে।’ অধিনায়ক অজিঙ্কা রাহানের প্রশংসা করে পুজারা বলেছেন, ‘প্রথম ইনিংসে দুরন্ত ব্যাট করল রাহানে। দ্বিতীয় ইনিংসেও ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছে সে।’
ভারতীয় দল যে তাদের সামনে নতুন লক্ষ্য স্থির করে ফেলেছে, তা পরিষ্কার জাদেজার টুইটে। ভারতীয় অলরাউন্ডার টুইটে লিখেছেন, ‘বক্সিং ডে চ্যালেঞ্জ জয় করেছি। আমরা এখন টগবগ করে ফুটছি। দলবদ্ধ ভাবে আমরা দারুণ শক্তিশালী। ভাল ভাবে বছরটা শেষ করা গেল। ওয়েল ডান, টিম।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।