স্পোর্টস ডেস্ক: ডেভিড বেকহ্যামের পর এবার আরেক ইংলিশ তারকা ফুটবলার ওয়েন রুনিও জানিয়ে দিলেন, সেরাদের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে লিওনেল মেসিই এগিয়ে।
ইংল্যান্ডের একটি সংবাদপত্রে নিজের কলামে রুনি লিখেছেন, আমার সঙ্গে ক্রিশ্চিয়ানোর ভাল বন্ধুত্ব থাকার পরেও বলতে হচ্ছে, ওর চেয়ে মেসি অনেক ভাল ফুটবলার। ঠিক যে কারণে আমি পল স্কোলস এবং জাভির ফুটবল খুব পছন্দ করি।
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে একসঙ্গে খেলেছেন রুনি এবং রোনালদো। সাবেক পর্তুগিজ সতীর্থ রোনালদো সম্পর্কে রুনি বলেন, আমরা যখন একসঙ্গে খেলা শুরু করি ম্যান ইউ-এ, তখন গোলের সামনে খুব একটা তীক্ষ্ণ ছিল না রোনালদো। তবে ওর মধ্যে বরাবর বিশ্বের সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রবল তাগিদ ছিল।
রুনি আরও লিখেছেন, টানা অনুশীলনের মাধ্যমে রোনালদো নিজেকে এই উচ্চতায় নিয়ে গিয়েছে এবং মানতে বাধা নেই, এই মুহূর্তে ওর মতো গোলের খিদে কারও মধ্যে নেই। এই প্রজন্মে এখনও পর্যন্ত মেসি এবং রোনাল্ডোই দুই সেরা মহাতারকা।
মেসির সঙ্গে রোনালদোর পার্থক্য কোথায়? রুনি লিখেছেন, রোনালদো বক্সের মধ্যে ভয়ঙ্কর। আর মেসি আপনাকে মেরে ফেলার আগে ক্রমাগত নির্যাতন করে যাবে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.