স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার বলা হয় আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে। বার্সার পাশাপাশি স্প্যানিশ ঘরোয়া ফুটবল লিগ লা লিগার ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতা মেসি। আর সেই মেসি ক্লাব ছাড়লেও নাকি বার্সার কিছুই হবে। এমনটাই মনে করছেন বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রসেল।
এর আগে ২০১৩ সালে সান্তোস থেকে নেইমারকে দলে ভেড়ানোর কাজটা বেশ দক্ষতার সঙ্গেই করেছিলেন। তবে পরবর্তীতে বিভিন্ন অনুসন্ধানে বেরিয়ে আসে নেইমারকে দলে ভেড়াতে টেবিলের তলানি দিয়ে নেইমারের পরিবারকে অর্থ প্রদান করেছিলেন সান্দ্রো। আর সেই সঙ্গে ফাঁকি দিয়েছিলেন স্প্যানিশ সরকারের প্রাপ্য রাজস্বও। এর জেরে জেলের মুখও দেখেছিলেন তিনি।
এবার আবারও আলোচনায় সান্দ্রো রসেল। সম্প্রতি স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মানি যে বার্সেলোনার ইতিহাস পাল্টাতে মেসির ভূমিকায় সব থেকে বেশি। কিন্তু মেসি চলে গেলেও বার্সেলোনার কিছুই হবে না। বার্সেলোনা বার্সেলোনায় থাকবে।
সম্প্রতি নেইমারকে দলে পুনরায় ভেড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে বার্সা। আর তাতেও সায় দিয়েছেন সাবেক বার্সা প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি জানি বিভিন্ন সময়ে নেইমার নানান ঝামেলায় জড়িয়েছে কিন্তু একজন খেলোয়াড় হিসেবে সে দুর্দান্ত। বার্সার জন্য সে অনেক কিছু করতে পারবে বলে আমার মনে হয়।
অবশ্য কেবল খেলোয়াড়ি কারণে নেইমারকে পুনরায় বার্সায় ভেড়ানোর কথা বলেননি রসেল। সেই সঙ্গে নেইমার যে একজন মহাতারকা এবং সে দলে আসলে দলের অর্থনৈতিক দিকটা আরও মজবুত হবে সেটাও মনে করেন সাবেক এই প্রেসিডেন্ট।
বার্সার প্রেসিডেন্ট থাকা অবস্থায় কর ফাঁকি দেওয়ার কারণে দুই বছরের জন্য জেলে যান সান্দ্রো। সে সম্পর্কে তিনি বলেন, জেলে আমার জন্য মাত্র ১২ ফুট জায়গা ছিল। এখন অবশ্য আমার বাড়িতে পরিবারের সঙ্গে বাস করতে পারছি। আর জেলের মতোই এখন কোয়ারেনটাইনে আছি। তবে বাড়িতে ভালো খাবার পাওয়া যায়।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.