স্পোর্টস ডেস্ক: মেসি নাকি ম্যারাডোনা আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার কে, এ নিয়ে তর্ক-বিতর্ক দীর্ঘদিনের। কাতার বিশ্বকাপ জয়ের পর অনেকেই মেসিকে আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার হিসেবে আখ্যায়িত করেন। কিন্তু তাদের সাথে দ্বিমত পোষণ করেছেন দেশটির সাবেক মিডফিল্ডার হাভিয়ের জানেত্তি।
ক্যারিয়ারে প্রায় সব শিরোপা জিতলেও এতদিন স্বপ্নের বিশ্বকাপ জেতা হয়নি মেসির। অবশেষে মেসির সেই আক্ষেপও দূর হলো। রবিবার (১৮ ডিসেম্বর) ফ্রান্সকে হারিয়ে নিজের ব্যক্তিগত ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ জেতেন মেসি।
এর আগে আর্জেন্টিনা সবশেষ বিশ্বকাপে জিতেছিল ১৯৮৬ সালে, যেখানে প্রায় একক নৈপুণ্যে দলকে ট্রফি এনে দিয়েছিলেন ম্যারাডোনা।
কাতার বিশ্বকাপে মেসির পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিশ্বকাপ জয়ের পর অনেকের চোখে ইতিহাসের সেরা ফুটবলার মেসি। তবে জানেত্তির মতে, আর্জেন্টিনার সর্বকালের সেরা হিসেবে ম্যারাডোনাকে এখনও ছাড়িয়ে যেতে পারেননি মেসি।
ফুটবল ইতিহাসের সেরা দুই ফুটবলার তার দেশের এজন্য গর্ববোধ করেন জানেত্তি। তবে মেসি-ম্যারাডোনার তুলনায় যেতে চান না তিনি। জানেত্তি বলেন, ‘না, আমি মনে করি না। তাদের মধ্যে আমি তুলনা করা পছন্দ করি না। আমাদের কৃতজ্ঞ হতে হবে যে, ইতিহাসের দুই সেরা খেলোয়াড় আর্জেন্টিনার।’
সদ্য বিশ্বকাপজয়ী লিওনেল মেসি প্রসঙ্গে হাভিয়ের জানেত্তি বলেন, ‘মেসি এখন অনেক বেশি পরিণত। এবার সে দলের বাকিদের কাছে তার নেতৃত্বের প্রভাব ছড়িয়ে দিতে পেরেছে।’ সূত্র : বেইন স্পোর্টস
বিশ্বকাপ জড়িয়ে মেসির শান্তির ঘুম; সকালে ঘুমও ভাঙলো বিশ্বকাপ নিয়েই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।